বৈধ উপায়ে ভারতে এসে ভারত সম্পর্কে কুমন্তব্য করায় এ বাংলাদেশিকে ফেরত পাঠাল অভিবাসন দফতর। স্থানীয়দের লাগাতার বিক্ষোভের মুখে আজাদুর রহমান নামে ওই বাংলাদেশি নাগরিককে ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়েছে বলে অভিবাসন দফতর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় সীমান্ত লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন - মাটির সহনক্ষমতার বাইরে বর্জ্য, বেলগাছিয়া ভাগাড় নিয়ে বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের
আরও পড়ুন - তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতারে নেতা–কর্মীদের মেনুতে বৈষম্য, অভিযোগ অন্দরে
আরও পড়ুন - যুবককে উত্তর কলকাতার যৌনপল্লিতে আটকে চলল ব্ল্যাকমেল, মোটা টাকা নিতেই গ্রেফতার
জানা গিয়েছে, অভিযুক্ত বাংলাদেশির ছেলে ভারতে পড়াশুনো করে। ছেলের সঙ্গে দেখা করতে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বৈধ উপায়ে ভারতে প্রবেশ করেন তিনি। সীমান্তের অদূরে ট্যাক্সি ধরতে গেলে ট্যাক্সি চালকদের সঙ্গে তাঁর ভাড়া নিয়ে বচসা বাঁধে। তখনই ভারত নিয়ে ওই বাংলাদেশি কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এর পর ওই বাংলাদেশিকে পরিষেবা দিতে অস্বীকার করেন ট্যাক্সিচালকরা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ওই ব্যক্তি তখন ট্যাক্সি ধরতে আরও কিছু দূর হেঁটে গেলে সেখানেও বিক্ষোভ দেখা থাকেন স্থানীয়রা।
খবর পেয়ে মখলিগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে চ্যাংরাবান্ধা চেকপোস্টে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে ভারতীয় অভিবাসন আধিকারিকরা কলকাতার আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলে ওই ব্যক্তির ভিসা বাতিলেরপ সিদ্ধান্ত নেয়। এর পর তাঁকে ভুল স্বীকার করতে বাধ্য করেন তাঁরা। নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ওই ব্যক্তিকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।