বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হাওড়ার বাঁকড়ায় গোষ্ঠী সংঘর্ষ, আহত ২ পক্ষের ৫

হাওড়ার বাঁকড়ায় গোষ্ঠী সংঘর্ষ, আহত ২ পক্ষের ৫

অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

সোমবার সকালে রিয়াজ নামে এক যুবকের সঙ্গে নিউ মণ্ডলপাড়ার কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। তার পর রিয়াজকে মারধর করেন ওই যুবকরা। অভিযোগ ওঠে বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধানের ছেলে ও তার লোক জনের বিরুদ্ধে।

তাণ্ডবের স্মৃতি ফিরল হাওড়ায়। সোমবার ২ পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বাঁকড়ার নিউ মণ্ডলপাড়া। সংঘর্ষে এখনো পর্যন্ত ২ পক্ষের ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী ও RAF.

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রিয়াজ নামে এক যুবকের সঙ্গে নিউ মণ্ডলপাড়ার কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। তার পর রিয়াজকে মারধর করেন ওই যুবকরা। অভিযোগ ওঠে বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধানের ছেলে ও তার লোক জনের বিরুদ্ধে। পরবর্তীকালে শেখ রিয়াজ এলাকার থেকে লোকজন নিয়ে হামলা চালায় । শুরু হয় ভাঙচুর – ইটবৃষ্টি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া থানার পুলিশ। পৌঁছয় RAF. বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে ২ পক্ষে ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষে জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ।

 

 

বন্ধ করুন