বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bankura: সিভিকরাই ক্লাস নেবেন, তবে কোথায়? বিবৃতি জারি করে জানাল বাঁকুড়া পুলিশ

Bankura: সিভিকরাই ক্লাস নেবেন, তবে কোথায়? বিবৃতি জারি করে জানাল বাঁকুড়া পুলিশ

সিভিক ভলান্টিয়ার। প্রতীকী ছবি টুইটার

রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামান তারা। আবার মাঝেমধ্যে তারা গাড়ি থেকে টাকা তোলেন বলেও অভিযোগ। সেই সিভিকদের একাংশকেই এবার দেখা যাবে শিক্ষকের ভূমিকায়। টানাপোড়েনের মধ্য়ে ফের জানাল বাঁকুড়া পুলিশ। 

সিভিক ভলান্টিয়াররাই ক্লাস নেবেন। ফের এনিয়ে ইঙ্গিত দিল বাঁকুড়া জেলা পুলিশ। তবে সেটা একেবারেই স্কুলের ক্লাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। স্কুলের ক্লাসের বাইরে কোচিংয়ের আকারে এই ক্লাস নেওয়া হবে। গ্রামের কোনও জায়গায় এই কোচিং ক্লাস করানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।একেবারে বিবৃতি জারি করে জানিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ। 

তবে এটা ঠিক স্কুলের ক্লাস নয়। স্কুলের কোনও ক্লাসে গিয়ে সিভিক ভলান্টিয়াররা পড়াবেন না এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বাঁকুড়া পুলিশের তরফে। এনিয়ে রীতিমতো বিবৃতি জারি করেছে বাঁকুড়া পুলিশ। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অঙ্কুর নিয়ে বাঁকুড়া জেলা পুলিশের বিবৃতি- প্রান্তিক ও গ্রামীণ এলাকার সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা হিসাবে বাঁকুড়া জেলা পুলিশ Nanritam Foundation এর সহযোগিতায় অঙ্কুর প্রকল্প শুরু করেছে। শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে  ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। কিছু মানুষ এই উদ্যোগকে বিদ্য়ালয়ের নিয়মিত ক্লাসকে প্রতিস্থাপনের প্রচেষ্টা হিসাবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তা সম্পূর্ণ মিথ্যা, বিকৃত ও ভুল তথ্য। আন্তর্জাতিক মানের শিক্ষাবিজ্ঞানের যে ক্লাসগুলি নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং ক্লাসের আকারে বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের পাশাপাশি চলবে।…বর্তমান উদ্যোগের সাথে বিদ্যালয়ের ক্লাসের কোনও সম্পর্ক নেই। বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের পরে এই কোচিং ক্লাস চলবে….এই ক্লাস কোনও বিদ্যালয়ে করা হবে না বলেও লিখিতভাবে জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে খবর, পড়ুয়াদের দক্ষতা বাড়াতে স্কুলের বাইরে বিশেষ পাঠের ব্যবস্থা করবেন সিভিক ভলান্টিয়াররা। স্কুলের বাইরেও পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা। কিন্তু তার সঙ্গে স্কুলের ক্লাসের কোনও সম্পর্ক থাকবে না। 

তবে এনিয়ে বিতর্ক দানা বাঁধতেই শিক্ষাদফতর জানিয়ে দেয় আপাতত এই প্রকল্প স্থগিত রাখা হচ্ছে। খোদ শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছিলেন, এটা স্থানীয়স্তরে প্রশাসনের সিদ্ধান্ত ছিল। স্কুল শিক্ষা দফতরের কোনও অনুমোদন ছিল না। তবে তারপরেও এনিয়ে বিবৃতি জারি করল বাঁকুড়া জেলা পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে, স্কুলের চিরাচরিত ক্লাসের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। স্কুলের বাইরে গ্রামের কোনও এলাকায় ক্লাস করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের ক্লাসে এই পাঠদান হবে না। 

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.