বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিকেলেও কথা বলেছিলেন, সকালে তাঁরই মৃত্যুতে খুনের অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের

বিকেলেও কথা বলেছিলেন, সকালে তাঁরই মৃত্যুতে খুনের অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের

পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। 

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে ভাদুল এলাকায় পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। এর পর পুলিশকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।

এক মহিলার রহস্যময় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বাঁকুড়া সদর থানার ভাদুল এলাকায়। খবর পেয়ে মৃতদেহ সংগ্রহ করতে গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের মহিলাকে খুন করা হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার সকালে গ্রামের মানুষ হঠাৎ জানতে পারেন সোনালি বিশ্বাস নামে ওই মহিলার মৃত্যু হয়েছে। পরে গ্রামবাসীরা মৃত মহিলার বাড়িতে গিয়ে পরিজনদের কাছে মৃত্যুর কারণ জানতে চান। অভিযোগ, প্রশ্নের জবাব না দিয়ে উলটে গ্রামবাসীদের গালিগালাজ করেন মহিলার পরিবারের সদস্যরা। এর পরই বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। মৃতদেহ সৎকার করতে নিয়ে যেতে বাধা দেন গ্রামবাসীরা। 

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে ভাদুল এলাকায় পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। এর পর পুলিশকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি, সোমবার বিকেল পর্যন্ত সোনালী দেবী তাঁদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। মহিলা তখনও কোনো অসুস্থতার লক্ষ্মণ দেখা যায়নি। হঠাৎ করে ঐ মহিলা রাতের মধ্যে মারা গেলেন কী ভাবে? তাঁদের অভিযোগ, মহিলার ওপর নির্যাতন চালাতেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। তারাই খুন করেছেন সোনালী দেবীকে। এমনকী রাতে ওই বাড়ি থেকে আর্ত চিৎকার শোনা গিয়েছিল বলেও দাবি তাদের। মৃতের ছেলের দাবি, মায়ের ওপর নির্যাতন হত একথা ঠিক, কিন্তু সম্প্রতি এই ধরণের কোনও ঘটনা ঘটেনি।

 

বন্ধ করুন