অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আর তার জেরে অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাসের সহযাত্রীরা। আজ বুধবার সকালে বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায় এই শ্লীলতাহানির খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে যায় রাইপুর থানার পুলিশ। আটক করে ওই অভিযুক্ত যুবককে। চলন্ত বাসে ওই নাবালিকা ছাত্রীর স্তনে হাত দেয় বলে অভিযোগ। এই বিষয় জানাজানি হতেই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে ‘জুতোপেটা’ করেন নিগৃহীতার মা এবং অন্যান্য সহযাত্রীরা। আর তাতেই প্রবল শোরগোল পড়ে বাঁকুড়ার রায়পুরে।
এদিকে স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটা গামী বাসে চড়ে রাইপুরে টিউশন পড়তে যাচ্ছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী। বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তারপর ওই বাসটি রাইপুর ট্রাফিক মোড়ে আসতেই ওই নির্যাতিতা ছাত্রী কাঁদতে কাঁদতে বাস থেকে নামলে সন্দেহ হয় তাঁর মায়ের। অন্যান্য সহযাত্রীরাও এগিয়ে আসেন। তাঁদের কাছেই পুরো ঘটনা খুলে বলেন ওই ছাত্রী। অভিযুক্ত যুবক বিদ্যুৎ দফতরের কর্মী। বাসে ভিড় থাকার সুযোগ নিয়ে ছাত্রীর জামার ভিতর দিয়ে শরীরের নানা জায়গায় ওই যুবক স্পর্শ করে। যা নিয়ে লজ্জায় কেঁদে ফেলে ওই ছাত্রী।
আরও পড়ুন: মুর্শিদাবাদে হিংসার তদন্তে সিট গঠন করল রাজ্য পুলিশ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কড়া পদক্ষেপ
অন্যদিকে নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটা মাত্রই চিৎকার করে ওঠে সে। তাতেই বাসের অন্যান্য সহযাত্রীরা বুঝতে পারেন ওই ছাত্রীর সঙ্গে কি ঘটেছে। তখনই রায়পুর এলাকায় অভিযুক্ত যুবককে বাস থেকে নামায় উত্তেজিত যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যান নির্যাতিতার মা। ছাত্রীটির মুখে যুবকের অশ্লীল কাজের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন সহযাত্রীরা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও। সকলে মিলে ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করতে শুরু করেন। ‘জুতোপেটা’ও করা হয়। তারপর ঘটনাস্থলে যায় রাইপুর থানার পুলিশ এবং আটক করা হয় অভিযুক্তকে।
এছাড়া মেয়ের মুখে সমস্ত ঘটনা শুনে এবং অভিযুক্ত যুবককে সামনে দেখেই মেজাজ হারান নির্যাতিতার মা। জনসমক্ষে অভিযুক্ত যুবককে জুতোপেটা করতে শুরু করেন। গোটা ঘটনা স্মার্টফোনে রেকর্ড করেন উপস্থিত যাত্রীরা। আর তখনই বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই জুতোপেটার ভিডিয়ো। গোটা বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। এই ঘটনায় এখন পুলিশ অভিযুক্ত যুবককে জিজ্ঞসাবাদ শুরু করেছে। তবে এই ঘটনা নিয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি।