বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bankura Jawan Death: মার্চেই চাকরি ছাড়বেন, বানিয়েছিলেন বাড়িও, ঘরে ফেরা হল না বাঁকুড়ার জওয়ানের

Bankura Jawan Death: মার্চেই চাকরি ছাড়বেন, বানিয়েছিলেন বাড়িও, ঘরে ফেরা হল না বাঁকুড়ার জওয়ানের

এই বাড়ি তৈরি করেছিলেন গোপীনাথ।

উত্তর সিকিমের ছাতেন থেকে ছাঙ্গু যাওয়ার পথে দুর্ঘটনা কবলে পড়ে সেনাবাহিনীর একটি কনভয়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। সেই দুর্ঘটনায় প্রাণ হারান গোপীনাথ-সহ ১৬ সেনা জওয়ান। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভালুকা গ্রামের বাসিন্দা।

গতবছর তিনি স্বেচ্ছাবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কোভিডের কারণে তাঁর অবসর গ্রহণের সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে এনেছিলেন। ইচ্ছা ছিল ২০২৩-এর মার্চে অবসর নিয়ে বাঁকুড়া শহরে বাড়ি তৈরি করে বসবাস করবেন। বাড়ি তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হল না। অবসরও পেলেন বটে তবে তা অন্তত। শুক্রবার সিকিমে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন বাঁকুড়ার সেনা জওয়ান গোপীনাথ মাকুড়। কাঁদতে কাঁদতে তাঁর এই ইচ্ছার কথা বলেছিলেন মৃত সেনা জওয়ানের স্ত্রী।

উত্তর সিকিমের ছাতেন থেকে ছাঙ্গু যাওয়ার পথে দুর্ঘটনা কবলে পড়ে সেনাবাহিনীর একটি কনভয়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। সেই দুর্ঘটনায় প্রাণ হারান গোপীনাথ-সহ ১৬ সেনা জওয়ান। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভালুকা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে বাড়িতে উৎকণ্ঠা বাড়ছিল। কারণ, তারা জানতেন সিকিমেই পোস্টিং রয়েছেন গোপীনাথ। তাঁরা বারবার ফোন করছিলেন। কিন্তু ফোন ধরছিল না কেউ। সন্ধ্যার সময় ফোন রিসিভ করে সেনার পক্ষ থেকে জানানো হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোপীনাথের। এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েন জওয়ানের স্ত্রী ও তাঁর পরিবার। মৃত জওয়ানের এগারো বছরের একটি ছেলে বাবা, মা, ভাই ও ভাতৃবধূ রয়েছেন পরিবারে।

জানা গিয়েছে ২০০১ সালে সেনাবাহিনীতে যোগ দেন গোপীনাথ মাকুড়। গত অগস্ট মাসে শেষবার দু'মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। নতুন বছরের মার্চে একেবারে পাকাপাকি ছুটি নিয়ে বাড়ি আসবেন। কিন্তু তাঁর সেই ইচ্ছা আর পূরণ হল না। গ্রামে দেহ আসার প্রতিক্ষায় গ্রামবাসী ও তাঁর পরিবারের সদস্যরা।

বন্ধ করুন