বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bardhaman: লাঠি, বাঁশ, ইঁট নিয়ে চেনা ছন্দে বামেরা, বিক্ষোভ থামাতে নাজেহাল পুলিশ

Bardhaman: লাঠি, বাঁশ, ইঁট নিয়ে চেনা ছন্দে বামেরা, বিক্ষোভ থামাতে নাজেহাল পুলিশ

বর্ধমানে তীব্র আন্দোলনে বাম নেতা কর্মীরা। 

সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুঁড়েছে। একজন পুলিশ আধিকারিক প্ররোচিত করেছে। সমস্ত পুলিশ এগিয়ে এসেছে এমনটা নয়। লাঠিচার্জ করতে যায়। পুলিশ মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের কেউ ভাঙচুর করেনি। বাজে কথা বলা হচ্ছে।

একেবারে তেড়েফুঁড়ে আন্দোলনে বাম নেতা কর্মীরা। এক সময়ের লাল দুর্গ বলে পরিচিত ছিল বর্ধমান। বর্তমানে সেই বর্ধমানে বামেদের সেই আগের ক্ষমতা অনেকটাই ক্ষয়িষ্ণু। সেই বর্ধমানেই মঙ্গলবার কার্যত ক্ষমতা জাহির করলেন বামেরা। চোর ধরো জেল ভরো আন্দোলনের জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কার্জন গেটের কাছে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান বাম নেতা কর্মীরা। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তবে বামেরা এদিন একেবারে কার্যত ফুল ফর্মে রাস্তায় নেমেছিলেন। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে, জল কামান ব্যবহার করে বামেদের সরানোর চেষ্টা করে।

ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। এদিকে বামেদের রণং দেহি রূপ দেখে এদিন অনেকেই হতবাক হয়ে যান। একাধিক ক্ষেত্রে দেখা যায় বিক্ষোভকারীরা লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন। ব্যাপক ইঁটবৃষ্টিও করা হয়। দফায় দফায় বিক্ষোভের জেরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের থামাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ব বাংলার প্রতীকও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছুঁড়েছে। একজন পুলিশ আধিকারিক প্ররোচিত করেছে। সমস্ত পুলিশ এগিয়ে এসেছে এমনটা নয়। লাঠিচার্জ করতে যায়। পুলিশ মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের কেউ ভাঙচুর করেনি। বাজে কথা বলা হচ্ছে। 

বাংলার মুখ খবর

Latest News

কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.