বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বর্ধমানে পালটা মিছিল তৃণমূলের, ৫ মিনিটে CPM-কে বুঝিয়ে দিতাম, বললেন বিধায়ক

বর্ধমানে পালটা মিছিল তৃণমূলের, ৫ মিনিটে CPM-কে বুঝিয়ে দিতাম, বললেন বিধায়ক

বর্ধমানে তীব্র আন্দোলনে বাম নেতা কর্মীরা। 

সিপিএমের কর্মসূচি নিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, ‘দলনেত্রীর নির্দেশে আমাদের কর্মীরা শান্ত আছে। না হলে পাঁচ মিনিটের মধ্যে সিপিএমকে বুঝিয়ে দিতাম।

সিপিএমের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে বুধবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বর্ধমান শহরে। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় সিপিএম কর্মীদের। ঘটনার পরদিনও রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত রইল জেলার রাজনীতি। এদিন শহরে পালটা মিছিল করে তৃণমূল। স্থানীয় বিধায়ক খোকন দাস বলেন, ‘ইচ্ছা করলে ৫ মিনিটে সিপিএমকে বুঝিয়ে দিতাম।’

সিপিএমের কর্মসূচি নিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, ‘দলনেত্রীর নির্দেশে আমাদের কর্মীরা শান্ত আছে। না হলে পাঁচ মিনিটের মধ্যে সিপিএমকে বুঝিয়ে দিতাম। কলকাতা থেকে নিষেধ করা হয়েছে তাই, না হলে কাল রাতেই সিপিএমের পার্টি অফিস গুঁড়িয়ে দিত আমাদের দলের কর্মীরা। সিপিএমের উন্নয়ন সহ্য হচ্ছে না। তাই সরকারি প্রকল্পের বিজ্ঞাপন ভেঙেছে। বিশ্ব বাংলার লোগো নষ্ট করেছে।’

চাকরি দেওয়ার নামে প্রতারণা, দিলীপের মঞ্চ থেকে BJP নেত্রীকে নামিয়ে পেটাল জনতা

জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, ‘কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে কয়েকটি জন্তু এসেছিল বর্ধমানে অশান্তি করতে। গত ১১ বছরে বর্ধমানে কোনও অশান্তি ছিল না। ওরা অশান্তি করে, কলা চুরি করে এবং দোকান ভাঙচুর করেছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

গ্রেফতার হওয়া সিপিএম নেতা আভাস রায়চৌধুরী বলেন, ‘আমরা কেউ গরু চোর, কয়লা চোর নই। মানুষের স্বার্থে লড়াই করতে এসেছিলাম। পুলিশ অত্যাচার করেছে। গ্রেফতার করেছে।’

 

বন্ধ করুন