বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গণপিটুনিতে যুবকের মৃত্যুতে বারুইপুরে গ্রেফতার ৭

গণপিটুনিতে যুবকের মৃত্যুতে বারুইপুরে গ্রেফতার ৭

প্রতিকি ছবি

শুক্রবার গভীর রাতে বারুইপুর থানা এলাকার মল্লিকপুরের পিয়াদাপাড়ায় মহম্মদ সোনু নামে এক যুবককে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। অভিযোগ, একটি মোবাইল ফোন চুরিতে যুক্ত সোনু।

ফের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু। তৎপর হয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা মল্লিকপুরের পিয়াদাপাড়ার। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার গভীর রাতে বারুইপুর থানা এলাকার মল্লিকপুরের পিয়াদাপাড়ায় মহম্মদ সোনু নামে এক যুবককে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। অভিযোগ, একটি মোবাইল ফোন চুরিতে যুক্ত সোনু। সারা রাত ধরে তাকে মারধর করা হয়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে খুনের মামলা রুজু করে পুলিশ।

তদন্তে নেমে পিয়াদাপাড়া থেকে ১২ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের ৭ জনকে গ্রেফতার দেখানো হয়। রবিবার তাদের বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। কী কারণে যুবককে খুন করা হল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

দক্ষিণ ২৪ পরগনায় গণপিটুনিতে খুন কোনও নতুন ঘটনা নয়। গত মাসে জেলার ঘোলাঘাটা এলাকায় এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে, আইনের শাসনে আস্থা না থাকার লক্ষণ গণপিটুনি।

 

বন্ধ করুন