বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাত্র ৩,০০০ টাকা নিয়ে বিবাদের জেরে ছেলের হাতে খুন হলেন বারুইপুরের নৌসেনা কর্মী?

মাত্র ৩,০০০ টাকা নিয়ে বিবাদের জেরে ছেলের হাতে খুন হলেন বারুইপুরের নৌসেনা কর্মী?

মৃত প্রাক্তন নৌসেনা কর্মী।

পুলিশ সূত্রে খবর, চেন্নাইয়ে পলিটেকনিক পাঠরত জয়। গত ১৪ নভেম্বর চেন্নাই রওনা হওয়ার কথা ছিল তাঁর। সেখানে পড়াশুনোর প্রয়োজনে বাবার কাছে ৩,০০০ টাকা চান তিনি। সেই টাকা দিতে অস্বীকার করেন উজ্জ্বলবাবু।

বারুইপুরে প্রাক্তন নৌসেনাকর্মী উজ্জ্বল চক্রবর্তী খুনে রবিবার সকালে উদ্ধার হয়েছে তাঁর কোমরের অংশ। কিন্তু কেন স্ত্রী ও ছেলের হাতে নৃশংসভাবে খুন হলেন উজ্জ্বলবাবু? জেরায় চাঞ্চল্যকর দাবি করেছেন ছেলে জয়। তাঁর দাবি, বাবা লাগাতার তাঁর ও মায়ের ওপর অত্যাচার করতেন। বাবার কাছে ৩,০০০ টাকা চান তিনি। সেই টাকা দিতে অস্বীকার করাতেই বিবাদের সূত্রপাত।

পুলিশ সূত্রে খবর, চেন্নাইয়ে পলিটেকনিক পাঠরত জয়। গত ১৪ নভেম্বর চেন্নাই রওনা হওয়ার কথা ছিল তাঁর। সেখানে পড়াশুনোর প্রয়োজনে বাবার কাছে ৩,০০০ টাকা চান তিনি। সেই টাকা দিতে অস্বীকার করেন উজ্জ্বলবাবু। এমনকী জয়কে শারীরিকভাবে নিগ্রহ করেন তিনি। তখনই পালটা বাবার ওপর চড়াও হন জয়।

কিন্তু কেন ছেলেকে রুখলেন না উজ্জ্বলবাবুর স্ত্রী শ্যামলীদেবী। জেরায় মা ও ছেলে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মত্ত অবস্থায় তাঁদের ওপর অত্যাচার করতেন উজ্জ্বলবাবু। যার জেরে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। সেই আক্রোশ থেকেই ছেলে যখন বাবাকে খুন করছিল তখন বাধা দেননি তিনি। উলটে ঘটনার পর ছেলেকে বাঁচাতে স্বামীর দেহ টুকরো টুকরো করার পরিকল্পনায় সহমতি দেন। এমনকী জয়কে সাহায্যও করেন সেই কাজে।

এই ঘটনার সঙ্গে দিল্লির শ্রদ্ধা ওয়লকর হত্যাকাণ্ডের যোগ পাচ্ছেন তদন্তকারীরা। তবে দিল্লির ঘটনায় শ্রদ্ধার প্রেমিক আফতাবই গোটা ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়ন ঘটান। পুলিশ মনে করছে, স্বামীর প্রতি বিতৃষ্ণা ও সন্তানস্নেহেই এই অপরাধে যুক্ত হয়েছেন শ্যামলীদেবী।

রবিবার সকালে জয়কে নিয়ে ফের মদনমল্ল গ্রামে যায় বারুইপুর থানার পুলিশ। সেখান জয়ের দেখানো জঙ্গল থেকে উজ্জ্বলবাবুর কোমর উদ্ধার করে তারা। হাতের খোঁজে এখনো তল্লাশি চলছে।

 

বন্ধ করুন