বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শ্বাসরোধ করে খুন করে সার্জিক্যাল কাটার দিয়ে কাটা হয়েছে প্রাক্তন সেনাকর্মীর দেহ

শ্বাসরোধ করে খুন করে সার্জিক্যাল কাটার দিয়ে কাটা হয়েছে প্রাক্তন সেনাকর্মীর দেহ

নিহত উজ্জ্বল চক্রবর্তীর দেহ উদ্ধার করছে পুলিশ। ইনসাটে উজ্জ্বল চক্রবর্তী।

গত ১৪ নভেম্বর বিকেলে নিখোঁজ হন উজ্জ্বলবাবু। ১৫ নভেম্বর বারুপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ১৭ নভেম্বর বারুইপুর থেকে মল্লিকপুর যাওয়ার রাস্তার ধারে একটি পুকুর থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় উদ্ধার হয় উজ্জ্বলবাবুর ঊর্ধাঙ্গ।

বারুইপুরে পুকুর থেকে প্রাক্তন সেনাকর্মীর দেহাংশ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ময়নাতদন্তের রিপোর্টে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের কথা উল্লেখ করা হয়েছে। তার পর অস্ত্রোপচারের যন্ত্র দিয়ে কাটা হয়েছে দেহ। কে বা কারা উজ্জ্বল চক্রবর্তী (৫৪) নামে ওই প্রৌঢ়কে খুন করল তা নিয়ে এখনো অন্ধকারে গোয়েন্দারা।

গত ১৪ নভেম্বর বিকেলে নিখোঁজ হন উজ্জ্বলবাবু। ১৫ নভেম্বর বারুপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ১৭ নভেম্বর বারুইপুর থেকে মল্লিকপুর যাওয়ার রাস্তার ধারে একটি পুকুর থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় উদ্ধার হয় উজ্জ্বলবাবুর ঊর্ধাঙ্গ। কোমর থেকে ধড় ও মুন্ডুর খোঁজ মেলে। তবে হাত ২টি ছিল কাটা।

তার পর ওই দেহাংশ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শনিবার তার প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতে জানানো হয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে উজ্জ্বলবাবুকে। তার পর চিকিৎসকরা অপারেশন থিয়েটারে রোগীর পচন ধরা দেহাংশ কাটার জন্য যে ধরণের যন্ত্র ব্যবহার করেন তা দিয়ে কাটা হয়েছে দেহ।

নিহতের পরিবারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় নেশা করতে বেরোতেন উজ্জ্বলবাবু। রাতে ফিরতেন বাড়িতে। সোমবার রাতে আর ফেরেননি। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তিনি কোথায় যেতেন তা বলতে পারেননি পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানিয়েছেন, ১৭ নভেম্বর সকালে তারা দেখতে পান পুকুরে প্লাস্টিকে মোড়া কিছু একটা গোসাপে খাচ্ছে। বিকেলে গোসাপের সংখ্যা আরও বাড়ে। এর পরই তারা লাঠি দিয়ে প্লাস্টিকটি খুলে দেহাংশ দেখতে পান।

 

বন্ধ করুন