বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তোলাবাজির প্রতিবাদে পথ অবরোধে নেমে বারুইপুরে পুলিশের লাঠি খেলেন ব্যবসায়ীরা

তোলাবাজির প্রতিবাদে পথ অবরোধে নেমে বারুইপুরে পুলিশের লাঠি খেলেন ব্যবসায়ীরা

বারুপুরে লাঠি হাতে পুলিশ।

বৃহস্পতিবার বারুইপুর - কুলপি রোড অবরোধ করেন হাটের ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এক দুষ্কৃতী কে পুলিশ ধরলে ব্যবসায়ীরা তাকে মারার চেষ্টা করে।

তোলাবাজির প্রতিবাদে পথ অবরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পুলিশের লাঠির বাড়ি খেতে হল ব্যবসায়ীদের। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরের সূর্যপুর হাটে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যবসায়ীদের দাবি, তাঁদের অভিযোগ না শুনে উলটে তাঁদেরই মারধর করা হয়েছে।

সূর্যপুর হাটের ব্যবসায়ীদের দাবি, হাটে কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজি করে। পুলিশের সামনে ব্যবসায়ীদের হুমকি দেয় তারা। পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না।

এর প্রতিবাদে বৃহস্পতিবার বারুইপুর - কুলপি রোড অবরোধ করেন হাটের ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এক দুষ্কৃতী কে পুলিশ ধরলে ব্যবসায়ীরা তাকে মারার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

এলাকার কাপড় ব্যবসায়ী আবদুল্লা পুরকাইত বলেন, আমাদের ব্যবসায়ী সংগঠনের সভা ছিল। পুলিশের অনুরোধে সভা বাতিল লকরি। তার পরেও পুলিশ আমাদের ওপরে লাঠি চালিয়েছে। সেই সভা পুলিশের অনুরোধে বাতিল করা হয়েছে। এই ঘটনার পিছনে ধপধপি ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতির যোগ আছে বলে অভিযোগ।

ব্যবসায়ী রবিউল লস্কর বলেন, তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে। আরেক ব্যবসায়ী শাজাহান পুরকাইত জানান, জোর করে তাদের কাছ থেকে তোলা আদায় করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.