বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাউরিয়া: স্কুলে বই নিতে আসছিল নবম শ্রেণির ছাত্রী,ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়ল নাবালক

বাউরিয়া: স্কুলে বই নিতে আসছিল নবম শ্রেণির ছাত্রী,ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়ল নাবালক

স্কুলে এসেছে পুলিশ। 

পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুলের গেটের সামনেও অভিভাবকরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তারা।

স্কুলে বই নিতে আসছিল নবম শ্রেণির এক ছাত্রী। আর আসার পথেই তাকে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ এক নাবালকের বিরুদ্ধে। গোটা ঘটনায় শিউরে উঠেছেন বাসিন্দারা। কেন সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটাও পরিষ্কার নয়। হাওড়ার বাউরিয়া থানা এলাকার ঘটনা। ওই ছাত্রী স্কুলে আসছিল। সেই সময় হাতে ব্লেড নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ওই নাবালক। অভিযোগ এমনটাই। তার পেটে ব্লেড চালানো হয়েছে বলে অভিযোগ। এর জেরে ওই ছাত্রী কিছুটা জখম হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে গোটা ঘটনায় বাউরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ওই নাবালকের সঙ্গে ছাত্রীর কোনও প্রেমের সম্পর্ক গড়়ে উঠেছিল কি না সেটাও জানা যায়নি। তবে একজন নাবালক কেন এভাবে ছাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।তবে কি প্রেমে প্রত্যাখ্য়াত হয়েই ছাত্রীর উপর ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই নাবালক?

এদিকে ঘটনার পর থেকে এলাকায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তীব্র ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুলের গেটের সামনেও অভিভাবকরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তারা। তাঁদের দাবি অনেক ক্ষেত্রে একাই স্কুলে আসে ছাত্রীরা। সেক্ষেত্রে এবার তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যে কোনও সময় আরও বড় ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন বাসিন্দারা। ওই ছাত্রীকে কোনওরকমে উদ্ধার করা হয়েছে।

এক শিক্ষক জানিয়েছেন, বুক ডে উপলক্ষ্যে স্কুলে বই নিতে এসেছিল ছাত্রীরা। স্কুলে আসার পথে এক ছাত্রীর উপর কেউ একজন ব্লেড দিয়ে আঘাত করে বলে জানা গিয়েছে। মেয়েটি অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠেছে। স্কুলে আসার পথে এই ধরনের ঘটনা আগে ঘটেনি। বাউরিয়াতে এটা একেবারে প্রথম ঘটনা। তবে ছেলেটার কোনও পরিচয় আমরা জানি না।

অপর এক অভিভাবক জানিয়েছেন, মেয়েটাকে ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। এটা মানা যায় না।

ওই ছাত্রীর অভিভাবকের দাবি, কী হয়েছিল সেটাও ঠিক বুঝতে পারছি না। মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে এটা জানতে পেরে স্কুলে চলে আসি। এরপর জানতে পারি তাকে ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। এটা একেবারেই মানতে পারছি না।

 

বন্ধ করুন