বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Nisith Pramanik: আবাস যোজনায় নিশীথ প্রামাণিকের বাবার নাম বিতর্কে মুখ খুললেন বিডিও, কী বললেন?

Nisith Pramanik: আবাস যোজনায় নিশীথ প্রামাণিকের বাবার নাম বিতর্কে মুখ খুললেন বিডিও, কী বললেন?

নিশীথ প্রামাণিক। ফাইল ছবি।

এলাকার বিডিও মদনমোহন মুর্মু জানিয়েছেন, ‘সমীক্ষাতেই ওনার নাম বাদ গিয়েছিল। উনি জেলাশাসককে ই মেইল করেছিলেন। তারপরেই আবাস যোজনা থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে।’ বিডিওর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই এনিয়ে বিতর্ক থামল। একই সঙ্গে স্বস্তি পেক বিজেপি।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম ওঠার পরেই জোর বিতর্ক শুরু হয়েছে। তাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তারই মধ্যে আবাস যোজনায় বাবার নাম নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছিলেন নিশীথ প্রমাণিক। এবার এই বিতর্কের ইতি ঘটালেন দিনহাটার এক নম্বর ব্লকের বিডিও।

এলাকার বিডিও মদনমোহন মুর্মু জানিয়েছেন, ‘সমীক্ষাতেই ওনার নাম বাদ গিয়েছিল। উনি জেলাশাসককে ইমেল করেছিলেন। তারপরেই আবাস যোজনা থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে।’ বিডিওর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই এনিয়ে বিতর্ক থামল। একই সঙ্গে স্বস্তি পেক বিজেপি। শনিবার তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিশীথ প্রমাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম থাকার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করছে। অথচ বিজেপি নিজেই এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। নিশীথ প্রমাণিক একজন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বিলাসবহুল বাড়ি রয়েছে। তা সত্ত্বেও কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁর নাম এসেছে? তা নিয়ে অভিযোগ তোলেন রবীন্দ্রনাথ। এনিয়ে বিজেপি কেন রাস্তায় নামছে না? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই অভিযোগের পরেই পাল্টা শাসক দলের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক। তিনি বলেছিলেন, ‘আমরা এই ধরনের আবেদন করিনি। এই ধরনের কোনও সুবিধা যেন আমাদের না দেওয়া হয়।’ তৃণমূল বিজেপিকে বদনাম করতে চাইছে বলেও তিনি পাল্টা অভিযোগ তুলেছিলেন। এরপরে তিনি জানান, নাম সরিয়ে দেওয়ার জন্য জেলা শাসকের কাছে মেইল করে আবেদন জানিয়েছি। তারপরে দিনহাটার বিডিও নিশীথ প্রমাণিকের বাবার নাম আবাস যোজনা থেকে বাদ দেওয়ার কথা জানালেন।

বন্ধ করুন