ফের একবার শাসকদল তৃণমূলের অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকের উপস্থিতি ঘিরে বিতর্ক। এবার বিতর্কে রানাঘাট ১ নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল। মহিলা তৃণমূলের বনভোজন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ঘিরে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে জয়দেববাবুর দাবি, তিনি জানতেন না ওটা রাজনৈতিক দলের অনুষ্ঠান।
বুধবার নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের আনুলিয়ায় ব্লক মহিলা তৃণমূলের বনভোজন অনুষ্ঠান। অনুষ্ঠান স্থলের তৈরি মঞ্চে টাঙানো ব্যানারে স্পষ্ট লেখা ছিল ‘ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনভোজন’। ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। সেই মঞ্চেই দেখা যায় স্থানীয় বিডিও জয়দেব মণ্ডলকে। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা।
সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। ফের একবার প্রশাসনিক আধিকারিকদের দলদাস বলে সরব হয় বিজেপি। তাদের দাবি, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সরকারি টাকা লুঠপাট করছেন বিডিওরা। তাই সটান শাসকদলের মঞ্চে উঠে পড়ছেন তাঁরা।
জয়দেববাবু অবশ্য জানিয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একটি কাজ মিটিয়ে ফিরছিলেন তিনি। তখন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ তাঁকে জানান, ছোট একটা অনুষ্ঠান রয়েছে, যোগদান করে কিছুক্ষণ পর বেরিয়ে পড়ব। তাই তাঁকে আর বাধা দিইনি। তবে সেটা যে রাজনৈতিক অনুষ্ঠান তা জানতাম না। জয়দেববাবুর দাবি মেনে নিয়েছেন প্রদীপবাবুও।
তবে প্রশ্ন উঠছে, শাসকদলের নেতা অনুরোধ করলেই যদি প্রশাসনিক আধিকারিক শাসকদলের মঞ্চে উঠে যান তাহলে বিজেপির অভিযোগই প্রমাণিত হয় না কি?