বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee Meeting in Contai: অভিষেকের সভার আগে দলীয় পোস্টারে ছুরি চালালেন তমলুকের তৃণমূল কাউন্সিলরই!

Abhishek Banerjee Meeting in Contai: অভিষেকের সভার আগে দলীয় পোস্টারে ছুরি চালালেন তমলুকের তৃণমূল কাউন্সিলরই!

যুব সংগঠনের সহ সভাপতির পদ থেকে অপসারিত হওয়ায় তৃণমূলের পোস্টারে ছুরি চালালেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি।

যুব সংগঠনের সহ সভাপতির পদ থেকে অপসারিত হওয়ায় তৃণমূলের পোস্টারে ছুরি চালালেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি।

শনিবারই শান্তিকুঞ্জের সামনে বিশাল জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধিকারী গড়ে তৃণমূলের সেনাপতির সভা ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তবে এরই মধ্যে চরম অস্বস্তিতে পড়ল ঘাসফুল শিবির। যুব সংগঠনের সহ সভাপতির পদ থেকে অপসারিত হওয়ায় তৃণমূলের পোস্টারে ছুরি চালালেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি।

জানা গিয়েছে, অভিষেকের সভার উদ্দেশে পোস্টারটি পার্থসারথি নিজেই লাগিয়েছিলেন। তবে সেই সভার আগেই যুব সংগঠনে নিজের পদ খোয়ান। এরপরই পোস্টারে নিচে নিজের নামের পাশে লেখা ‘সহ সভাপতি’ অংশটি কেটে বাদ দেন পার্থসারথি। প্রসঙ্গত, গত পরশু রাজ্য যুব তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি থেকে বাদ পড়েন দেবাংশু ভট্টাচার্যের মতো নেতা। এদিকে তৃণমূল নেতা-নেত্রীদের অনেকেরই সন্তান সেই কমিটিতে স্থান পেয়েছেন। নাম বাদ পড়েছে পার্থসারথিরও। তাই অভিষেকের সভার আগে রাগে, অভিমানে দলীয় পোস্টার থেকে নিজের নামের পাশে থাকা পদের জায়গাটি ছুরি চালিয়ে বাদ দিলেন তৃণমূল কাউন্সিলর।

এদিকে অভিষেকের সভার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন শুভেন্দু। তবে আদালত সভার অনুমতি দেয়। এই সভায় লক্ষাধিক কর্মী, সমর্থকের সমাগম ঘটাতে চাইছে ঘাসফুল শিবির। এই আবহে শনিবার কাঁথিতে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জন্য তমলুকের রাস্তার দু’ধারে প্রচুর ব্যানার লাগিয়েছিলেন পার্থসারথি। পোস্টারে নিজের নামও ছাপিয়েছিলেন পার্থসারথি। পাশে লেখা ছিল ‘যুব তৃণমূল সহসভাপতি’ পদটি। তবে অভিষেক কাঁথিতে পা রাখার আগেই পদহীন নেতায় পরিণত হয়েছেন পার্থসারথি। এই আবহে দলের অস্বস্তি বাড়িয়ে এই কাণ্ড ঘটালেন তমলুকের তৃণমূল কাউন্সিলর।

বন্ধ করুন