স্ত্রী'র ভারতীয় শাড়ি পুড়িয়ে ‘প্রতিবাদ’ করেছিলেন। আর তা নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভিকে চরম কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কাঁথির সভা থেকে রিজভিকে চরম আক্রমণ করে বিজেপি নেতা বলেন, ‘আমরা ওদের (বাংলাদেশ) উপরে নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপির, তার বউয়ের শাড়ি পোড়াচ্ছিল। ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই যে তুমি কয়েকদিন আগে কলকাতায় এসেছিলে। তোমার হার্টে একটা রিং বসিয়ে নিয়ে গিয়েছ। ওটা ভারতে তৈরি। ওটা খুলে বের করে দাও। বউয়ের শাড়িটা পরে পোড়াবে। এরা (বাংলাদেশ) আমাদের উপরে নির্ভর করে।’
ভারতের বিরুদ্ধে প্রতিবাদে বউয়ের শাড়ি পুড়িয়েছেন রিজভি!
শুভেন্দু যে কাজ নিয়ে রিজভিকে কটাক্ষ করেছেন, তা গত বৃহস্পতিবার করেছিলেন বিএনপি নেতা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি এবং বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা নিয়ে নয়াদিল্লির তরফে কড়া বিবৃতি দেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে ‘গরম-গরম’ ভাষণ দিতে শুরু করেছেন রিজভি। বড়-বড় হুমকি দিচ্ছেন। পুড়িয়ে দিচ্ছেন স্ত্রী'র শাড়ি।
সামরিক শক্তি নিয়ে ভারতকে হুংকারও দিয়েছেন রিজভি!
রবিবার তো আরও কয়েক কাঠি উপরে উঠে রিজভি বলেন, 'তারা (ভারত) চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। ওই স্তরে তাদের ঔদ্ধত্য গিয়েছে। তো আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলব যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে.......। কী কারণে (চট্টগ্রাম দাবি করবে)? তোমরা (ভারত) যদি ওটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব, আমাদের নবান্ন সিরাজদৌল্লার বাংলা, বিহার, ওড়িশা ফেরত দাও আমাদের। আমাদের ওটা ফেরত দিতে হবে। আমরা ওটার জন্যও দাবি করছি। এই সমস্ত ফাঁপা আওয়াজ দিয়ে কিছু হবে না।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা একেবারে অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, জল প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসংগত বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়।’
শুভেন্দু ও মমতাকে আক্রমণ করেছেন রিজভি
শুধু তাই নয়, শুভেন্দুকে আক্রমণ করেছেন রিজভি। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে প্রায় প্রতিদিনই কড়া মন্তব্য করছেন। এমনকী বাংলাদেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান বিএনপি নেতা।