বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Visva-Bharati University: ফের বিতর্কে বিশ্বভারতী, রাষ্ট্রপতির সফরের আগেই ৭ অধ্যাপককে শোকজ

Visva-Bharati University: ফের বিতর্কে বিশ্বভারতী, রাষ্ট্রপতির সফরের আগেই ৭ অধ্যাপককে শোকজ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

গত ২৬ ফেব্রুয়ারি 'বিশ্বভারতী বাঁচাও কমিটি'র পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই সাংবাদিক বৈঠকে মনোজ মিত্র, কবির সুমন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শুভাপ্রসন্ন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর ঠিক আগেই বিশ্ববিদ্যালয়ের সাত অধ্যাপককে শোকজ নোটিশ ধরালো কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের তরফে এই শোকজ নোটিস পাঠানো হয়েছে। অধ্যাপকরা এর পিছনে উপাচার্যের 'প্রতিহিংসামূলক আচারণ' রয়েছে বলে অভিযোগ করেছেন।

গত ২৬ ফেব্রুয়ারি 'বিশ্বভারতী বাঁচাও কমিটি'র পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই সাংবাদিক বৈঠকে মনোজ মিত্র, কবির সুমন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শুভাপ্রসন্ন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাত অধ্যাপকও। 

উপাচার্যের হাত থেকে বিশ্বভারতীকে বাঁচাতে হবে, এই মর্মে তাঁরা একটি চিঠিতে স্বাক্ষর করেন। যে চিঠি ইমেল করে পাঠানো হয় রাষ্ট্রপতিকে। চিঠিতে সই করেন ওই সাত অধ্যাপকও। তাঁদের মধ্যে ছিলেন, কৌশিক ভট্টাচার্য, তথাগত চৌধুরী, অরিন্দম চক্রবর্তী, শরৎকুমার জেনা, সমীরণ সাহা, রাজেশ কে ভি। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অবিলম্বে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

(পড়তে পারেন। বিশ্বভারতীর সমাবর্তনে রাষ্ট্রপতির মধ্যাহ্নভোজে নিরামিষ মেনু, কেমন পদে আপ্যায়ন?‌)

মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য দ্রৌপদী মুর্মু। তার ঠিক আগেই এই চিঠিকে প্রতিহিংসার প্রতিফলন বলেন মনে করছেন অধ্যাপকরা। বিশ্বভারতীর অধ্যাপকদের সংগঠন ভিবিউফার সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য বলেন, 'আমরা মনে করছি এই শোকজ আসলে রাষ্ট্রপতিকে লেখা আমাদের সংগঠনের ইমেলের প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়েছে, তার একমাস পর শোকজ করা হল। সমাবর্তনের জন্য এ ভাবে এক অপেক্ষা করার কোনও প্রয়োজন ছিল না।' অধ্যাপকরা এই শোকজের জবাব দেবেন বলেই জানা গিয়েছে।

বন্ধ করুন