বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কুকুরের মতো আচরণ ইঞ্জিনিয়ারের, শিলিগুড়িতে ফোনে নালিশ গৌতমকে

কুকুরের মতো আচরণ ইঞ্জিনিয়ারের, শিলিগুড়িতে ফোনে নালিশ গৌতমকে

শিলিগুড়ির পুর প্রশাসক গৌতম দেব

টক টু চেয়ারম্যান অনুষ্ঠানে ফোন পেলেন প্রাক্তন মন্ত্রী

কলকাতা কর্পোরেশনের আদলে শিলিগুড়িতেও শুরু হয়েছে টক টু চেয়ারম্যান অনুষ্ঠান। নিয়ম করে প্রতি শনিবার প্রাক্তন মন্ত্রী কথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ফোনে সাধারণ নাগরিকদের কাছ থেকে নানা বিষয়ে মতামত নেন। তাঁদের অভাব অভিযোগের কথাও শোনেন। সেই মতো শনিবারও এই টক টু চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম দেব। সেই সময় ৩৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ফোনে গৌতম দেবকে অভিযোগ করেন, বেআইনী নির্মাণ নিয়ে গত মার্চ মাসে প্রথম অভিযোগ করি পুরসভায়। কোনও কাজ হয়নি। ফের জুন মাসে চিঠি করি। এরপর ৭ই অগস্ট পুরসভা থেকে নোটিশ জারি করা হয়। এদিকে পুরসভার বিল্ডিং বিভাগের এক ইঞ্জিনিয়ার জানিয়েছিলেন ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ও ৪ অক্টোবর তৃতীয় নোটিশ জারি করা হয়েছে।

এদিকে ওই ব্যক্তির দাবি, পুরসভার আধিকারিকরা জানিয়েছেন বেআইনী নির্মাণ নিয়ে একটাই নোটিশ জারি করা হয়েছে। তাহলে বিল্ডিং বিভাগের ওই ইঞ্জিনিয়ার নোটিশ ইস্যু নিয়ে এতদিন মিথ্যা কথা কেন বললেন? কেবল তাই নয়, আমার সঙ্গে তিনি কুকুরের মতো আচরণ করেছেন। অভিযোগ করেন ওই ব্যক্তি। এদিকে নাগরিকের কাছ থেকে এধরনের ফোন পেয়ে কিছুটা অস্বস্তিতেই পড়ে যায় পুরকর্তৃপক্ষ। গৌতম দেব ওই ব্যক্তিকে জানিয়ে দেন, আপনাকে মিসলিড করায় আমি দুঃখিত। বিভাগীয় তদন্তেরও আশ্বাস দেন তিনি।

 

বন্ধ করুন