শিউরে ওঠার মতোই ঘটনা। পশ্চিমমেদিনীপুরের বেলদায় এক দম্পতির কাণ্ডকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অজয় সিং ও সুস্মিতা সিং নামে ওই দম্পতি দিনভর নেশা করেন। অভিযোগ উঠেছে, সেই নেশার ঘোরে তাদের চারমাসের শিশু সন্তানকে চটের বস্তায় ঢুকিয়ে ফেলেন তারা। রাস্তার উপর আছাড় মারতে থাকেন তারা। পথচলতি লোকজন প্রথমে ওই শিশুর কান্নার আওয়াজ পান। তারাই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাদের থামানো যায়নি। এরপর পুলিশ গিয়ে ওই শিশুটিকে কোনও রকমে উদ্ধার করে।
জখম শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। তবে শুধু শিশুটিকে বস্তায় ভরে ফেলাই নয়, তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। এদিকে গোটা ঘটনায় ওই দম্পতি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। অজয় জানিয়েছে, আমার বউ বাচ্চাটিকে বস্তায় ভরে পুঁতে দিতে যাচ্ছিল। আমি কিছু করিনি। আমি বোতল কুড়োই। কাল একটু মদ খেয়ে ফেলেছিলাম।
অন্যদিকে শিশুর মা সুস্মিতা সিং জানিয়েছেন, স্বামী ডাহা মিথ্যে কথা বলছে। ও বস্তার মধ্যে ঢুকিয়ে বাচ্চাটিতে মেরে ফেলতে যাচ্ছিল। আমি কিছুই করিনি। পুলিশ দুজনকে জেরা করছে।