একধাক্কার বাংলায় কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হার
1 মিনিটে পড়ুন . Updated: 08 Dec 2020, 12:08 AM IST- সুস্থতার সংখ্যাও ক্রমশ পাঁচ লাখের দিকে এগোচ্ছে।
একধাক্কায় পশ্চিমবঙ্গে অনেকটা কমল দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। আটদিন পর আবারও ৩,০০০-এর নীচে নেমে গেল। তাতে অবশ্য উদ্বেগ খুব একটা কমছে না। কারণ রবিবারের তুলনায় সোমবার প্রায় ১৩,০০০ নমুনা পরীক্ষার কম হয়েছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সোমবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৫,০৫৪। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২,২১৪ জন নয়া আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। সেই সংখ্যাটা রবিবারের তুলনায় (৩,১৪৩) ঢের কম। তবে সোমবার অনেকটা কম হয়েছে নমুনা পরীক্ষা। রবিবার যেখানে ৪৪,১৮৬ টি নমুনা পরীক্ষা হয়েছিল, সোমবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩১,৪৫৩। নমুনা পরীক্ষা একধাক্কায় অনেকটা হ্রাস পাওয়ার প্রবণতা বজায় রেখে কমেছে ‘পজিটিভিটি রেট’ (সংক্রমণের হার)। রবিবার রাজ্যে সংক্রমণের হার ছিল ৭.১১ শতাংশ, সোমবার তা কমে দাঁড়িয়েছে ৭.০৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা কিছুটা কমলেও জেলাগুলির মধ্যে নয়া আক্রান্তের নিরিখে শীর্ষেই আছে কলকাতা (৫৯৩) এবং উত্তর ২৪ পরগনা (৫৮৩)। এছাড়াও হুগলি (১৪৩), দক্ষিণ ২৪ পরগনা (১২৬) এবং পশ্চিম মেদিনীপুরে (১১১) নয়া আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে ৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
নয়া আক্রান্তের সংখ্যা কমলেও সোমবার কলকাতায় দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে। রবিবার কলকাতায় ১০ জনের মৃত্যু হয়েছিল, সোমবার করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। যা রবিবারের থেকে এক কম। ওই সময়ের মধ্যে রাজ্যে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। যা রবিবারের থেকে বেশি। সেদিন ৪৬ জনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৭১।
তারইমধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২,২৩১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তার ফলে মোট করোনা-জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭২,৪৫৪। অর্থাৎ সুস্থতা বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৫৫ শতাংশ। রবিবার যা ছিল ৯৩.৫১ শতাংশ। আপাতত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩,৮২৯। তার ফলে গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৫ কমেছে।