বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাংলায় দৈনিক সংক্রমণ ১,০০০-এর কাছে, শীর্ষে পশ্চিম মেদিনীপুর, ৪ জন মৃত জলপাইগুড়িতে

বাংলায় দৈনিক সংক্রমণ ১,০০০-এর কাছে, শীর্ষে পশ্চিম মেদিনীপুর, ৪ জন মৃত জলপাইগুড়িতে

বাংলায় দৈনিক সংক্রমণ ১,০০০-এর কাছে, শীর্ষে পশ্চিম মেদিনীপুর, ৪ জন মৃত জলপাইগুড়িতে। (ছবিটি  প্রতীকী, সৌজন্য পিটিআই)

টানা চারদিন বাংলায় দৈনিক সংক্রমণ হাজারের নীচে থাকল।

টানা চারদিন বাংলায় দৈনিক সংক্রমণ হাজারের নীচে থাকল। কিন্তু গত সোমবার যেখানে নয়া আক্রান্তের সংখ্যা ৯০০-এর নীচে নেমে গিয়েছিল, বৃহস্পতিবার তা হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল। বিশেষত উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবারও সেখানে সবথেকে বেশি আক্রান্তের মিলেছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯৯৫ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০৯,২১৮। বুধবার ৯৮২ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছিল। বৃহস্পতিবার ৯৮ জন আক্রান্তের হদিশ মিলেছে পশ্চিম মেদিনীপুরে। যে সংখ্যাটা বুধবার ১০০-এর উপরে ছিল। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৯৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতায় ৮৭ জন, দার্জিলিঙে ৮৮ জন, পূর্ব মেদিনীপুরে ৬৬ জন, হুগলিতে ৬৩ জন, নদিয়ায় ৫৬ জন, কোচবিহারে ৬৫ জন, হাওড়ায় ৫৩ জন আক্রান্তের হদিশ মিলেছে। দশের নীচে আক্রান্ত হয়েছেন দক্ষিণ দিনাজপুর (আট), মালদহ (চার), মুর্শিদাবাদ (ছয়), পুরুলিয়া (এক) এবং বীরভূমে (নয়)।

দৈনিক আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। বুধবার যে সংখ্যাটা ছিল ১৬। সবমিলিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৮৬৭। দৈনিক মৃত্যুর নিরিখে বৃহস্পতিবার শীর্ষে আছে জলপাইগুড়ি (চারজন)। এছাড়াও উত্তর ২৪ পরগনায় তিনজন, হাওড়া ও কলকাতায় দু'জন করে; কোচবিহার, দার্জিলিং, নদিয়া, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে একজন করে মারা গিয়েছেন। আপাতত রাজ্যে করোনায় মৃত্যু হার দাঁড়িয়েছে ১,১৮ শতাংশ।

অন্যদিকে, বৃহস্পতিবার রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়েছেন ১,৪৯০ জন। বুধবার সেই সংখ্যাটা প্রায় ১,৬০০-র মতো ছিল। আপাতত রাজ্যে করোনাকে হারিয়ে দিয়েছেv মোট ১৪,৭৫,২০৮ জন মানুষ (৯৭.৭৫ শতাংশ)। তারইমধ্যে সুস্থ রোগীর সংখ্যা বেশি সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫১২ কমে দাঁড়িয়েছে ১৬,১৪৩।

বন্ধ করুন