পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দেখা গিয়েছে হাওড়া, নদিয়া–সহ একাধিক জায়গায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এই আবহে কিছু চ্যানেলের খবর পরিবেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন। এই আবহে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কেবল্ টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্টকে অমান্য করে বিভ্রান্তিকর কোনও খবর সম্প্রচার করা যাবে না।
14 Jun 2022, 12:36:43 PM IST
বিধানসভায় ভোট গণনা নিয়ে ‘ভুল’ স্বীকার স্পিকারের
আচার্য বিলের ভোট গণনায় ভুল হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগ মেনে নিয়ে স্পিকারের তরফে এবার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল। এই নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশা করছি, এমন ভুল ভবিষ্যতে হবে না।’
14 Jun 2022, 12:01:52 PM IST
বামেদের সম্প্রীতি কর্মসূচি
১৬ বাম ও সহযোগী দলের জরুরি বৈঠক শেষে বিমান বসু একটি বিবৃতি দিয়ে বললেন, আগামী ১৫ থেকে ২০ জুন রাজ্যজুড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে সাম্প্রদায়িকতা বিরোধী সপ্তাহ পালন করা হবে। ২১ জুন বেলা সাড়ে তিনটেয় কলকাতায় রামলীলা ময়দানে জমায়েত হয়ে মহাজাতি সদন পর্যন্ত মিলিত ভাবে কেন্দ্রীয় শান্তি মিছিল করবে এই ১৬ দল ৷
14 Jun 2022, 11:57:49 AM IST
রুজিরাকে কী কী প্রশ্ন করা হচ্ছে?
মোট ৮ সদস্যের একটি দল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে৷ তার মধ্যে ২ জন মহিলা আধিকারিক রয়েছেন৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল? কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে টাকা এসেছিল? কারা লাভবান হয়েছেন? এমন একাধিক অজানা তথ্য জানতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
14 Jun 2022, 11:24:59 AM IST
অভিষেক বের হলেই শান্তিনিকেতনে ঢুকবে সিবিআই
আজ, মঙ্গলবার অভিষেক পত্নী রুজিরার বাড়িতে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে সূত্রের খবর। কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে শান্তিনিকেতনেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সূত্রের খবর, আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন উপনির্বাচনের প্রচারে। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেই সেখানে পৌঁছবে সিবিআই। ইতিমধ্যেই অভিষেকের বাড়ির কাছাকাছি অপেক্ষা করছে তদন্তকারী দল।
14 Jun 2022, 10:44:42 AM IST
তহ্বার বিরুদ্ধে এফআইআর
ফুরফুরা শরিফের পীরজাদা তহ্বা সিদ্দিকীর বিরুদ্ধে এবার শিবলিঙ্গ নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। এই আবহে হুগলির উত্তরপাড়া থানা, হাওড়ার গোলাবাড়ি থানা, তালতলা থানা সহ বেশ কয়েকটি থানায় তহ্বার নামে অভিযোগ দায়ের হয়েছে।