বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মঙ্গলবার কমল করোনা সংক্রমণের হার, মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগনা-সহ ১৮ জেলা

মঙ্গলবার কমল করোনা সংক্রমণের হার, মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগনা-সহ ১৮ জেলা

কলকাতায় পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এক করোনা আক্রান্তকে। (ছবি সৌজন্য পিটিআই)

দশের নীচে দৈনিক আক্রান্তের হদিশ মিলেছে দক্ষিণ দিনাজপুর (দুই), মালদহ (পাঁচ), পশ্চিম বর্ধমান (সাত) এবং পুরুলিয়ায় (আট)।

নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই পশ্চিমবঙ্গে ঊর্ধ্বমুখী হল করোনাভাইরাস আক্রান্তের গ্রাফ। তবে সংক্রমণের হার কমেছে। সেইসঙ্গে আবারও দৈনিক প্রাণহানির সংখ্যা এক অঙ্কে নেমে গিয়েছে।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৭২৯ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। ওই সময় নমুনা পরীক্ষা হয়েছে ৪৩,৫৩২ টি। অর্থাৎ সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৬৭ শতাংশ। সোমবারের সংক্রমণের হার কিছুটা কমেছে। রবিবার সকাল ন'টা থেকে সোমবার সকাল ন'টা পর্যন্ত ৫৭৫ জন আক্রান্তের হদিশ মিলেছিল। সার্বিকভাবে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৩০,০২৪। জেলাভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা (৮৬)। তারপর আছে জলপাইগুড়ি (৭৮), কলকাতা (৫৯), দার্জিলিং (৫৮), দক্ষিণ ২৪ পরগনা (৪৫), নদিয়া (৪৩)। দশের নীচে দৈনিক আক্রান্তের হদিশ মিলেছে দক্ষিণ দিনাজপুর (দুই), মালদহ (পাঁচ), পশ্চিম বর্ধমান (সাত) এবং পুরুলিয়ায় (আট)।

তারইমধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০-এর নীচে নেমে গিয়েছে। ওই সময়ের মধ্যে ন'জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক তিনজন মারা গিয়েছেন দার্জিলিঙে। নদিয়া এবং হাওড়ায় দু'জন করে মারা গিয়েছেন। পূর্ব বর্ধমান এবং হুগলিতে প্রাণহানির সংখ্যা এক। উত্তর ২৪ পরগনা, কলকাতা-সহ ১৮ জন কোনও মৃত্যুর খবর মেলেনি। সার্বিকভাবে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,১৭০ (১.১৯ শতাংশ)।

মৃতের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি মঙ্গলবার রাজ্যে আরও কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়েছে ৭৫৬ জন। তার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০১,০৮৭। যা শতাংশের বিচারে ৯৮.১১ শতাংশ। দৈনিক আক্রান্তের থেকে সুস্থ রোগীর সংখ্যা সামান্য কম হওয়ায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৬ কমে হয়েছে ১০,৭৬৭।

বন্ধ করুন