বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Berhampore Murder: বছরখানেক আগে সুতপাকে বিয়ে, ‘প্রতিশোধ’ নিতে নৃশংস খুন, জেরায় দাবি সুশান্তের

Berhampore Murder: বছরখানেক আগে সুতপাকে বিয়ে, ‘প্রতিশোধ’ নিতে নৃশংস খুন, জেরায় দাবি সুশান্তের

মৃত তরুণী সুতপা চৌধুরী এবং পুলিশের গাড়িতে ধৃত সুশান্ত চৌধুরী।

সোমবার সন্ধ্যায় বহরমপুর গোরবাজারে কুপিয়ে সুতপাকে খুন করা হয়। খুনের যে ভিডিয়ো ছড়িয়েছে, তাতে দেখা গিয়েছে যে রাস্তায় পড়ে কাতরাচ্ছেন সুতপা। তাঁকে একের পর এক কোপ মারছেন সুশান্ত। প্রত্যক্ষদর্শীরা কথা বলার চেষ্টা করলেও সুতপা ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে সুশান্ত। পরে রাত ১০ টা নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ।

বছরখানেক আগে মন্দিরে গিয়ে 'বান্ধবী' সুতপা চৌধুরীকে বিয়ে করেছিল। বহরমপুরে কলেজছাত্রীর খুনের ঘটনার জেরায় অভিযুক্ত সুশান্ত চৌধুরী এমনই তথ্য জানিয়েছে বলে দাবি করল পুলিশ। সেইসঙ্গে পুলিশের দাবি, যেখানে সুতপাকে খুন করা হয়েছে, সেখানে এক মাস ধরে ‘রেইকি’ চালিয়েছিল সুশান্ত।

আরও পড়ুন: বহরমপুরে তরুণী খুনে গ্রেফতার যুবক, সামসেরগঞ্জ হয়ে পালানোর চেষ্টা করছিল

সোমবার সন্ধ্যায় বহরমপুর গোরবাজারে কুপিয়ে সুতপাকে খুন করা হয়। খুনের যে ভিডিয়ো ছড়িয়েছে, তাতে দেখা গিয়েছে যে রাস্তায় পড়ে কাতরাচ্ছেন সুতপা। তাঁকে একের পর এক কোপ মারছেন সুশান্ত। প্রত্যক্ষদর্শীরা কথা বলার চেষ্টা করলেও সুতপা ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে সুশান্ত। পরে রাত ১০ টা নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, সুশান্তের ফোন থেকে খুনের একাধিক ভিডিয়ো মিলেছে। জেরায় ধৃত জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারিতে সুতপার সঙ্গে বিয়ে হয়েছিল। মন্দিরে গিয়ে বিয়ে করেছিল সুতপাকে। কিন্তু অপর একজনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ায় সম্প্রতি সম্পর্ক ভেঙে দিতে চাইছিলেন। তাই 'প্রতিশোধ' নিতেই সুতপাকে খুন করে বলে জেরায় স্বীকার করেছে সুশান্ত।

আরও পড়ুন: Murder:বহরমপুরে তরুণী খুনে অভিযুক্তের নাগাল পেতে কীভাবে অপারেশন চালিয়েছিল পুলিশ?

তদন্তকারীদের দাবি, জেরায় সুশান্ত দাবি করেছে যে খুনের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল। গোরাবাজারের যেখানে সুতপাকে খুন করা হয়, সেখানে মাসখানেক আগে থেকে 'রেইকি' চালাচ্ছিল। খুনের পর পালানোর জন্য ব্যাগে জামাও রেখেছিল। সঙ্গে ছিল নকল বন্দুক এবং ছুরি। যে ছুরি বারবার কুপিয়ে খুন করেছে সুতপাকে। তারপর লাক্সারি ট্য়াক্সিতে উঠে রক্তভেজা জামা পালটে নিয়েছিল। পুলিশকে বিভ্রান্ত করতে তিনবার গাড়িও পালটেছিল। তবে শেষরক্ষা হয়নি। সামশেরগঞ্জ থেকে মালদহগামী একটি বাস থেকে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা।

বাংলার মুখ খবর

Latest News

সূর্য যাচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে! বিশ্বকর্মা পুজোর আগে ভাগ্য খুলছে ৩ রাশির ট্রেন বেলাইন করতে এক সপ্তাহে তিনবার চেষ্টা, রেললাইনে সিলিন্ডার, জঙ্গিদের ছক? রাজনীতিতে অবসর বলে কিছু হয় না, শেষ পর্যন্ত মানুষের সেবা করা উচিত- খাড়গে বর্ষার কারণে মুম্বই থেকে সরল ইরানি কাপ, অনুষ্ঠিত হবে লখনউয়ে প্রতিপক্ষকে সস্তায় গুটিয়ে ১৩ বলে ম্যাচ জয়, শুরু হয়েই শেষ আন্তর্জাতিক T20 ম্যাচ চিনারা চিহ্ন এঁকে গেলেই ওদের জমি হয়ে যায় না, ভূখণ্ড দখলের দাবি খারিজ রিজিজুর ‘কত মাইনে দেবে?’ ‘কিপটে’ বাবার আবদার শুনেই টাকা চেয়ে বসল চাঙ্কি-কন্যা অনন্যা! সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না CBI! RG কর মামলায় জুটল আদালতের ভর্ৎসনাও একদা সুযোগ পাননি রাজ্যের দলেও, যশের যাত্রার কথা বললেন গর্বিত বাবা মা কি মিথ্যা বলবেন-বিজেপি শিখিয়ে দেওয়ার কথা বলতেই ফোঁস করে উঠলেন দেবাংশু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.