আম বাগানে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। শুক্রবার নদিয়ার বেতাইয়ের খড়ুগাছি এলাকার এক আমবাগান থেকে প্রশান্ত মিস্ত্রি নামে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এক বৈষ্ণবী ও তাঁর সঙ্গীরা মিলে প্রশান্তকে খুন করেছে। অভিযোগ অস্বীকার করেছেন ওই বৈষ্ণবী।
পরিবারের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির কাছেই এক বৈষ্ণবীর বাড়ি যাচ্ছেন বলে বেরিয়েছিলেন প্রশান্তবাবু। রাত গভীর হলেও বাড়ি ফেরেননি তিনি। বৈষ্ণবীর বাড়িতে খবর নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি সেখানে নেই। সকালে প্রশান্তবাবুর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষণ পর বৈষ্ণবীর বাড়ির কাছে আম বাগানে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এর পরই এলাকায় উত্তেজনা ছড়ায়।
মৃতের পরিবারের সদস্যদের দাবি, প্রশান্তবাবুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে খুনের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তাঁরা। ওদিকে অভিযুক্ত বৈষ্ণবীর দাবি, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার পর তিনি কোথায় গিয়েছেন তা তাঁর জানা নেই।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে বৈষ্ণবী ও তাঁর ২ সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।