পয়গম্বর বিতর্কের মাঝেই গতকাল নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ পুলিশের। বেথুয়াডহরি স্টেশন ও তার আশপাশে থাকা বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের নাকাশিপাড়ার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে। এদিকে নকাশিপাড়া থানা এলাকায় আজকে ১৪৪ ধারা জারি রয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা আর না ঘটে তার জন্য পুলিশি টহল জারি আছে এলাকা জুড়ে।
উল্লেখ্য, গতকাল বেথুয়াডহরি স্টেশনে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। যার পর রেলের তরফে জানানো হয়, ট্রেন চালানোর মতো পরিস্থিতি নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রানাঘাট-লালগোলা লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। তাতে অবাধে ভাঙচুর চলেছে। যাত্রীরাও ভিতরে ছিলেন। ট্রেনে ভাঙচুর ও গন্ডগোলের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়। বেথুয়াডহরি স্টেশনে বিপুল সংখ্যায় মোতায়েন করা হয় জিআরপি।
এদিকে বিক্ষোভকারীরে কেবল মাত্র স্টেশনে তাণ্ডব চালিয়ে থেমে থাকেনি বেথুয়াডহরিতে। সেখানে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, মিছিল বেথুয়াডহরি বাজারের কাছে এলে রাস্তার পাশের বাড়ি ও দোকানে ভাঙচুর শুরু করে মিছিলে অংশগ্রহণকারীরা। যার জেরে ৩৪ নম্বর জাতীয়সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে পরিস্থিতি সামলাতে নাকাশিপাড়া ব্লকে রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারি করে। এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এর প্রেক্ষিতেই ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের।