বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভাঙড়ে ISF নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল গোয়াল

ভাঙড়ে ISF নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল গোয়াল

ভাঙড়ে ISF নেতার বাড়ির গোয়ালে বিস্ফোরণ। 

ভাঙড়ের ISF নেতার বাড়িতে বিকট বিস্ফোরণ। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই ঘটনায় চালতাবেড়িয়ার কসবা গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। 

শান্তি ফেরাতে যখন আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে কলকাতা পুলিশ তখন ফের বিস্ফোরণ ভাঙড়ে। এবার ভাঙড়ের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে উড়ে গেল ISF নেতার বাড়ির গোয়াল। শুক্রবার দুপুরে এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর থেকে পলাতক ISF নেতা নাজিবুর রহমান। ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে গ্রামবাসীরা সবাই জুম্মার নমাজ পড়তে গিয়েছিলেন। তখন প্রবল শব্দ শুনতে পান তাঁরা। এর পর জানা যায় নাজিবুরের গোয়ালে বিস্ফোরণ হয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাড়ির পাশে গোয়ালটি। স্থানীয়দের দাবি, গোয়ালে গরু ছিল না। সম্ভবত সকেট বোমা মজুত ছিল সেখানে। তাতেই বিস্ফোরণ ঘটে কোনও কারণে। এদিনের বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঘটনার পর থেকে খোঁজ নেই ISF নেতা নাজিবুর রহমানের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী ভাবে বিস্ফোরণ হল তা জানতে তদন্ত শুরু করেছে তারা। এদিনের বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে চালতাবেড়িয়ার কসবা গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় যেখানে সেখানে বোমা মজুত করে রাখা আছে। পুলিশ বোমা উদ্ধারে তৎপর নয়। যে কোনও দিন বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে।

 

বন্ধ করুন