বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kaizer Ahamed: DA আন্দোলনকারীরা ভোটের ডিউটিতে এলে কেমন আচারণ, দলীয় কর্মীদের বলে দিলেন কাইজার

Kaizer Ahamed: DA আন্দোলনকারীরা ভোটের ডিউটিতে এলে কেমন আচারণ, দলীয় কর্মীদের বলে দিলেন কাইজার

কাইজার আহমেদ (ফাইল ছবি)

বুধবার ভাঙড় ১ নম্বর ব্লকে বড়ালিতে একটি দলীয় সভায় ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের কটাক্ষ করে কাইজার বলেন,'যত খায়, পোষায় না আর। এটা কিন্তু দিদির কথা। ওরাই আসবে ভোট করাতে।'

বুধবার ভাঙড় ১ নম্বর ব্লকে বেশ কয়েকজন আইএসএফ কর্মী তৃণমূলের যোগ দিয়েছেন। সেই পরিস্থিতেতে কর্মীদের উজ্জবিত করতে ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকি দিলেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। দলীয় সভায় তিনি প্রকাশ্যেই ভোটের কাজে আশা সরকারি কর্মীদের 'চাপে রাখার' নির্দেশ দিলেন দলীয় কর্মীদের।

বুধবার ভাঙড় ১ নম্বর ব্লকে বড়ালিতে একটি দলীয় সভায় ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের কটাক্ষ করে কাইজার বলেন,'যত খায়, পোষায় না আর। এটা কিন্তু দিদির কথা। ওরাই আসবে ভোট করাতে। যারা সব প্রিসাইডিং অফিসার হয় তারা সব ওই লোক (ডিএ আন্দোলনকারী)। ভাতা দাও বলে আন্দোলন করছে। ভোট করতে যাব না বলে অন্দোলন করছে।' এরপর কর্মীদের জন্য তাঁর বার্তা,'ওঁরা যখন বুথে আসবে নিজেদের লোক বলে চাটাচাটি করো না। সব ডিস্টার্ব।' (আরও পডুন। মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, হলফনামা দেওয়ার সময় বেঁধে দিল আদালত)

তাঁদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তাও দলীয় কর্মীদের বাতলে দিয়েছেন কাইজার। তিনি বলেন,'ওঁদের মুরগির মাংস খাওয়ানোর চিন্তা-ভাবনা করিস না। চাপে রাখবি।' তাঁর এই বক্তব্যে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা হবে তা ভালো করেই জানেন কাউজার। পরে তিনি সাংবাদিকদের বলেন, 'ডিএ নিয়ে যাঁরা আন্দোলন করছেন তাঁরাই ভোটে প্রিসাইডিং অফিসার হবেন। আমাদের কর্মী তথা ভাঙড়ের মানুষের একটা সংস্কৃতি হল আতিথেয়তা। ভোটের সময় ভোটকর্মীদের জন্য পাখা-খাবার-আলোর ব্যবস্থা করে দেয়। আমাদের কর্মীরা আবার রান্না করে খাবার নিয়ে যায়। আমি এ বার ওদের বলে দিয়েছি বেশি অপ্যায়ন করার দরকার নেই।'

এর জবাবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, 'ওরা সবসময়ই প্রভাবতি করার চেষ্টা করে। তবে এটা ২০১৮ সাল নয় যে একচেটিয়া ভোট করবে। গণতন্ত্র রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে।'

বন্ধ করুন