নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলার মাঝেই ভাটপাড়ায় গুলি চলার ঘটনা ঘটল। সঙ্গে বোমাও ফাটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় একজন দজখম হয়েছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তির নাম অশোক সাউ। তিনি ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আজ সকালে ভাটপাড়া থানা থেকে কিছুটা দূরেই একটি চায়ের দোকানে বসে ছিলেন অশোক সাউ। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে পরপর বোমা ছোড়ে এবং গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় গুলিতে জখম হন অশোক সাউ। তাঁকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে সেখানে পৌঁছে যান (আরও পড়ুন: জনসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে TMC-কে সমর্থন কলকাতা পুলিশের অফিসারের? বিস্ফোরক সুকান্ত)
আরও পড়ুন: WB By-Election Live: বুথের সামনে তৃণমূলের দেওয়াল লিখন! ভোট শুরু হতেই মুছল কমিশন
বাংলার রাজনীতিতে ভাটপাড়া মানেই 'অশান্তি'। এখানে গুলি চলার ঘটনা কোনও নতুন নয়। এদিকে ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অর্জুন সিংকে গতকাল সিআইডি তলব করেছিল। তবে হাই কোর্টে স্বস্তি পান অর্জুন। এই আবহে নৈহাটি ভোটের আগের দিন সিআইডির তলব এড়িয়ে যান তিনি। তবে ভোটের দিন সকাল সকাল সেই অর্জুনের এলাকায় চলল গুলি। এদিকে ভোট শুরু হতে না হতেই নৈহাটিতে দিকে-দিকে অশান্তির অভিযোগ উঠতে শুরু করে। (আরও পড়ুন: Jharkhand Assembly Vote Live: 'বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডকে ধ্বংস করে দিয়েছে', ভোটের দিন ফের তোপ বিজেপি সাংসদের)
আরও পড়ুন: অবশেষে সরকারি কর্মীদের বাড়ল ডিএ, ৩-৪ নয়... একলাফে ৭% বাড়ল মহার্ঘ ভাতা
নৈহাটির বিভিন্ন বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এপরদিকে নৈহাটির সিপিআইএমএল এজেন্টের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এদিকে নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে-কে চিনতে না পেরে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে এই নিয়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘ঘটনার বিষয়ে কমিশনকে জানাব। অবশ্য এটাই এদের চরিত্র। নরেন্দ্র মোদীর নির্দেশেই ওরা এসব করছে।’
প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে নৈহাটি আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন পার্থ ভৌমিক। পরে লোকসভা ভোটে জিতে তিনি হন সাংসদ। তাই বিধায়কপদ ছেড়ে দেন। এর জেরে নৈহাটির বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। তাই আজ সেখানে ভোট। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। এখানে তৃণমূল প্রার্থী করেছে সনৎ দে-কে। আর বামফ্রন্ট নৈহাটি আসনটি ছেড়ে দিয়েছে সিপিআইএমএল-কে। সেখানে বামেদের প্রার্থী দেবজ্যোতি মজুমদার। আর কংগ্রেস প্রার্থী করেছে পরেশনাথ সরকারকে।