বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bhupatinagar Blast: কাঁথিতে অভিষেকের সভার আগে ভয়াবহ বিস্ফোরণ ভূপতিনগরে, উড়ল তৃণমূল নেতার বাড়ির ছাদ, মৃত ৩

Bhupatinagar Blast: কাঁথিতে অভিষেকের সভার আগে ভয়াবহ বিস্ফোরণ ভূপতিনগরে, উড়ল তৃণমূল নেতার বাড়ির ছাদ, মৃত ৩

কাঁথিতে অভিষেকের সভার আগে বিস্ফোরণ ভূপতিনগরে

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টা নাগাদ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণ হয়।

আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে বিশাল জনসমাবেশ করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগের রাতেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ঘটনায় তৃণমূল নেতার বাড়ির ছাদ উড়ল। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টা নাগাদ। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণ হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এদিকে দাবি করা হচ্ছে ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামক একজন।

অভিযোগ, রাজকুমার মান্নার বাড়িতে বোম বাঁধার কাজ চলছিল। সেই সময়ই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে রাজকুমারের বাড়ির ছাদ উড়ে যায়। বিজেপির দাবি, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ মৃতদেহ লোপাট করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, শনিবার অভিষেকের যেখানে সভা করার কথা রয়েছে সেখান থেকে ভূপতিনগরের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। ভগবানপুরে বিধায়ক তথা বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশের উপস্থিতিতে মৃতদেহ গায়েব করার চক্রান্ত চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি না করে পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাচ্ছে।’ ঘটনায় তৃণমূল বা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে কাঁথিতে অভিষেকের সভার আগে নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল। নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের দাউদপুরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেখ সামসুল ইসলামের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায়। হামলাকারীদের গ্রামবাসীরা আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

 

 

 

 

বন্ধ করুন