করোনা বিধি নতুন করে আরোপ করা হয়েছে রাজ্যজুড়ে। সেই পরিস্থিতিতে তারাপীঠ মন্দিরে কি ভক্তদের জন্য খোলা থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসেছিলেন তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। সেই বৈঠকে কোভিড পরিস্থিতিতেও বিধি মেনে মন্দির খোলা রাখা নিয়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখা যাক সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি?
অথরিটি সূত্রে খবর, মন্দির আপাতত বন্ধ হচ্ছে না। তবে মন্দির খোলা থাকলেও কোভিড বিধি প্রত্যেককে মানতে হবে। একসঙ্গে ৫০জনের বেশি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। প্রথমে তাঁরা পুজো দেবেন। তাঁদের সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে অন্যরা মন্দিরে পুজো দিতে যেতে পারবেন। তবে মন্দিরের অনলাইন বুকিং আপাতত বাতিল করা হচ্ছে। যারা ইতিমধ্যেই সেই বুকিং করেছেন তা বাতিল হয়ে যাবে। কোভিড পরিস্থিতিতে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার। মন্দিরের সেবায়েত কমিটির প্রধান তারাময় মুখোপাধ্যায় বলেন, আমরা ইতিমধ্যেই ১৬জন অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করেছি। ভক্তদের কোভিড বিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে।
এদিকে মন্দির সূত্রে জানা গিয়েছে, ভক্তরা বিধি মেনে গর্ভগৃহে ঢুকতে পারবেন। তবে কোনওভাবে মাতৃমূর্তিতে তাঁরা স্পর্শ করতে পারবেন না। মাতৃমূর্তি কোনওভাবে জড়িয়ে ধরা যাবে না। একমাত্র মন্দিরে রাখা মাতৃমূর্তির চরণে অঞ্জলি দিতে পারবেন না ভক্তরা। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে অনলাইনে হোটেল বুকিংও করতে পারবেন না পর্যটকরা।