এবার উত্তরবঙ্গে বড় বিনিয়োগ। জলপাইগুড়ির ফুলবাড়িতে টিভিএস গোষ্ঠীর অন্য়তম সংস্থা টিভিএস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক্স পার্ক ৫০ কোটি টাকায় অধিগ্রহণ করেছে আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটিকে। এর জেরে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে প্রায় এক হাজার কর্মসংস্থান হতে পারে বলে আশা করা হচ্ছে।
জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে এই TVS আইএলপির লজিস্টিক্স হাবটি রয়েছে। এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন বেশি দূরে নয়। বাগডোগরা বিমানবন্দরের সঙ্গেও যোগসূত্র রয়েছে। সব মিলিয়ে এই লজিস্টিক্স হাবটি ১.৪০ লক্ষ বর্গফুট এলাকার উপর গড়ে উঠেছে। তবে এর মোট জায়গার পরিমাণ প্রায় ৫.৬৬ একর।
এই লজিস্টিক্স হাবের মধ্যে একাধিক গোডাউন রয়েছে। পণ্য নামানো ওঠানোর জন্য় আধুনিক ব্যবস্থা রয়েছে। এবার প্রশ্ন কেন শিলিগুড়িকে এই লজিস্টিক্স হাবের জন্য় বেছে নেওয়া হল?
এনিয়ে সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হল এই শিলিগুড়ি। প্রথম সারির সমস্ত প্রস্তুতকারক সংস্থা ও ই কমার্স সংস্থার হাব হল এই শিলিগুড়ি। এই লজিস্টিক্স হাব এবার আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক সরবরাহের যে চাহিদা সেটা পূরণ করবে।
এদিকে এই লজিস্টিক্স হাবকে কেন্দ্র করে আশার আলো দেখছেন স্থানীয়রা। কারণ বাম আমল থেকেই শিলিগুড়িতে বহু জমি শিল্প সংস্থা নিয়ে ফেলে রেখে দিয়েছিল। শিল্পের সেভাবে প্রসার হয়নি। কেবলমাত্র শিলিগুড়িতেই নয়, কোচবিহারের চকচকাতে নানা আশা জাগিয়েও শিল্পের বড় সম্ভাবনা বার বার থমকে গিয়েছে। তবে এবার সেই খরা কাটতে চলেছে বলে মনে করছেন অনেকেই। বিরাট এলাকা জুড়ে গড়ে উঠছে লজিস্টিক্স হাব। এটা উত্তরবঙ্গের কাছে বিরাট আশার খবর।
টিভিএস আইএলপি। গ্রেড এ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে এবার অগ্রণী ভূমিকা নিল টিভিএস। সংস্থার দাবি, উত্তরপূর্বভারতের গেটওয়ে বলা হয় শিলিগুড়িতে। অবস্থানগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি ও জলপাইগুড়ি পাশাপাশি দুটি শহর। সাধারণ টি, ট্যুরিজম আর টিম্বারের জন্য বিখ্য়াত। তবে এবার পরিবহণ ও লজিস্টিক্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে এই শিলিগুড়ি। একেবারে বিশ্বমানে লজিস্টিক্স কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে। এই জায়গাটিকে বেছে নেওয়ার একটা বড় কারণ হল এর অবস্থানগত সুবিধা। পরিবহণের ক্ষেত্রেও সুযোগ সুবিধা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এই কেন্দ্রকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগও রয়েছে।