বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: বড় ভুল! পঞ্চায়েত ভোটের আগে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে স্বীকার করলেন মমতা

Mamata Banerjee: বড় ভুল! পঞ্চায়েত ভোটের আগে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে স্বীকার করলেন মমতা

তৃণমূল সুপ্রিমো মমতা‌ বন্দ্যোপাধ্যায়।

সিঙ্গুরের সভায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন,'কেন্দ্র কাজ না দিলেও যাদের জব কার্ড আছে রাজ্য তাদের কাজ দেবে। পথশ্রী-রাস্তাশ্রী রাস্তা নির্মাণের কাজ পাবেন জব কার্ডধারীরা।'

'পূণ্যভূমি' সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে পুরনো এক ভুলের কথা স্বীকার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ভুল তিনি ছয় বছর আগে করেছিলেন। কেন্দ্রীয় সরকারের জিএসটি চালুর সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তিনি। সেই ভুলের খেসারত এখনও তাঁকে দিতে হচ্ছে বলে সিঙ্গুরের জনসভায় জানান তিনি।

কী সেই খেসারত? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'জিএসটি চালু করার পর দিল্লি সব টাকা নিয়ে যায়। আর বাংলার প্রকল্পের টাকা আটকে রেখে দেয়। আমাদের জিএসটিকে সমর্থন করা ভুল সিদ্ধান্ত ছিল। কেন্দ্র এখন ১০০ দিনের কাজের টাকা নিয়ে যায়, আবাসের টাকা নিয়ে যায়, ছাত্রছাত্রীদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা ঠিক করেছি রাজ্যই টাকা দিয়ে মানুষকে সাহায্য করবে। '

সিঙ্গুরের সভায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন,'কেন্দ্র কাজ না দিলেও যাদের জব কার্ড আছে রাজ্য তাদের কাজ দেবে। পথশ্রী-রাস্তাশ্রী রাস্তা নির্মাণের কাজ পাবেন জব কার্ডধারীরা। আমার ১০০ দিনের কর্মীদের দিয়ে পিডব্লিউডি এবং 'জল ধর জল ভর প্রকল্পে কাজ করাব।' কেন্দ্র এক পয়সা দেয় না তবু আমরা ১০০ দিনের মধ্যে ২৬ দিনের কাজ করিয়েছি। এর জন্য বুদ্ধি লাগে। বাংলার সেই বুদ্ধি আছে।'

(পড়তে পারেন। ‘‌ধরনার আগে একবার সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম’‌, বড় আন্দোলনের ইঙ্গিত মমতার)

প্রসঙ্গত ২০১৬ সালে রাজ্যসভায় জিএসটি বিল পাশ হয়। দেশজুড়ে তা চালু হয় ২০১৭ সালের জুলাই মাসে। তৃণমূল সেই সময় বিলটিকে সর্মথন করলেও দেড় কোটি টাকার নীচে ব্যবসা করে এমন সংস্থার উপর নজরদারিতে আপত্তি তুলেছিল। তাদের যুক্তি ছিল, এতে ছোট ব্যবসা সমস্যায় পড়তে পারে। অর্থমন্ত্রক সেই সময় তৃণমূলের এই যুক্তি মেনে নেয়। দেড় কোটি টাকার কম ব্যবসা করে এমন সংস্থার উপর নজরদারির ভার রাজ্যের উপর ছেড়ে দেয়।

(পড়তে পরেন। ব্লক নয় এবার বুথে বুথে দুয়ারে সরকার, সিঙ্গুরে ঘোষণা মুখ্যমন্ত্রীর)

প্রশ্ন হল হঠাৎ কেন সিঙ্গুরে গিয়ে জিএসটি সমর্থনের ভুল স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? স্থানীয় এক বাম নেতার কথায়, সামনে পঞ্চায়েত নির্বাচন। গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কেন্দ্র টাকা আটকে দেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে ১০০দিনের কাজ-সহ একাধিক প্রকল্প। এর প্রভাব পঞ্চায়েত ভোটে পড়ার সম্ভাবনা আছে। কারণ, মানুষ ১০০ দিনের কাজ পায় পঞ্চায়েতের মাধ্যমে। ফলে মানুষ কেন্দ্রকে বুঝবে না, রাজ্যের উপর ক্ষোভ গিয়ে পড়বে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। তাই জিএসটি-র সমর্থনকে ভুল হয়েছিল বলে স্বীকার করে আসলে কেন্দ্রে কোর্টে বল ঠেলে দিলেন। সেই সঙ্গে বিরোধীরা যাতে তাঁর এই জিএসটি সমর্থনকে হাতিয়ার না করতে পারে তারও পথ আটকে দিলেন।

প্রসঙ্গত, ১০০ দিন কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে পথে নামছে সিপিএমও।

বন্ধ করুন