বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Elephant in Gorumara: লোকালয়ে দাঁতালের তাণ্ডব রুখতে নামানো হচ্ছে বাইক বাহিনী, চলবে নজরদারি

Elephant in Gorumara: লোকালয়ে দাঁতালের তাণ্ডব রুখতে নামানো হচ্ছে বাইক বাহিনী, চলবে নজরদারি

হাতির উপর নজরদারি চালাবে বাইক বাহিনী। প্রতীকী ছবি (প্রতীকী ছবি(সংগৃহীত))

দাঁতালের হামলায় গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছিল বৈকণ্ঠপুর বনবিভাগের মহারাজ ঘাট এলাকায়। এরপর থেকে হাতির উপর নজরদারি চালানোর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বনবিভাগ।

সম্প্রতি লোকালয় হাতির তাণ্ডব বেড়েছে। কিছুদিন আগে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এরপরে লোকালয়ে হাতির তাণ্ডব রুখতে তৎপর হয়েছে বনবিভাগ। এবার হাতির উপর নজরদারি চালানোর জন্য নামানো হচ্ছে বাইক বাহিনী। মূলত গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত চাপরামারি, গরুমারা জঙ্গলে এবং পার্শ্ববর্তী গ্রামে বহু জনবসতি রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল। সেই সমস্ত এলাকায় এই বাইক বাহিনী খুবই কার্যকরী হতে পারে বলে মনে করছে বনদফতর। প্রাথমিকভাবে হাতির উপর নজরদারির চালানোর জন্য ছটি বাইক নামানো হবে। প্রতিটি বাইকে দুজন করে বনকর্মী এই সমস্ত এলাকায় নজরদারি চালাতে পারবেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, দাঁতালের হামলায় গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছিল বৈকণ্ঠপুর বনবিভাগের মহারাজ ঘাট এলাকায়। এরপর থেকে হাতির উপর নজরদারি চালানোর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বনবিভাগ। এ বিষয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বন আধিকারিক দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, গরুমারা সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের আলাদাভাবে পরীক্ষা কেন্দ্রের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলছুট হাতিরাই বেশি বিপজ্জনক। বনদফতরের রিপোর্টেও সেই কথাই বলা হয়েছে। বৈকুণ্ঠপুরের ঘটনায় দেখা যায় দলছুট হাতি ছাত্রের উপর হামলা চালিয়েছিল। এই সমস্ত দলছুট হাতিদের উপর নজরদারির জন্য বাইক বাহিনী খুবই কার্যকরী হবে বলে মনে করছে বনবিভাগ।

দ্রুত তথ্য আদানপ্রদানের জন্য এই সমস্ত বাইক বাহিনী খুবই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকায় দ্রুত বাইকের সাহায্যে পাশাপাশি এলাকায় খবর আদান প্রদান করা সহজ হবে বনদফতর সূত্রে জানা গিয়েছে। এর জন্য বাইক চালাতে সক্ষম সেই ধরনের বন কর্মীদের কাজে নেওয়া হতে পারে। দ্রুত আরও বেশি সংখ্যায় বাইক নামানো হবে বলে বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন