বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri: মৃত ব্যক্তির নাম করে হাসপাতালে কাটা হচ্ছে বিল, তদন্তের আশ্বাস প্রশাসনের

Jalpaiguri: মৃত ব্যক্তির নাম করে হাসপাতালে কাটা হচ্ছে বিল, তদন্তের আশ্বাস প্রশাসনের

জলপাইগুড়ি সদর হাসপাতাল

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস বলেন, ‘‌আগে এই ধরনের কোনও অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তদন্ত কমিটি গঠন করে তদন্ত করব।

রোগী মারা গিয়েছেন অনেক আগে। কিন্তু মৃত ব্যক্তির নাম করে নিয়মিত ডায়ালিসিস হয়েছে দেখিয়ে বিল তোলা হচ্ছে। এমনটাই অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস বিভাগের বিরুদ্ধে। এই অভিযোগ ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দফতরের কাছে গেছে। কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর।

জলপাইগুড়ি সদর হাসপাতালে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে চলছে ডায়ালিসিস ইউনিট। বেসরকারি সংস্থা বারাকপুর মেডিকেয়ার এন্ড রিকোভারি সেন্টার লিমিটেড এই ইউনিটটি চালায়। এক বছর আগে মারা গিয়েছেন এমন ব্যক্তির নাম করে প্রতিমাসে সরকারি কোষাগার থেকে টাকা তোলা হত। এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে আসে। জানা যায়, গত বছর ২৩ জুন জলপাইগুড়ির সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা দল বাহাদুর বিশ্বকর্মা মারা যান। বিশ্বকর্মা একজন পুলিশ অফিসার ছিলেন। কিডনিজনিত সমস্যা থাকায় গত বছর তিনি মারা যান। এই তথ্য যে ঠিক, তা বোঝা গেল দল বাহাদুরের ছেলে প্রভাত বিশ্বকর্মার কথায়। প্রভাত বিশ্বকর্মা জানান, ‘‌বাবা গত বছর জুন মাসে মারা যান। মৃত্যুর আগে পর্যন্ত তিনি হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে তিনি ডায়ালিসিস করাতেন।’‌ এত পর্যন্ত তো ঠিকই ছিল। কিন্তু স্বাস্থ্য কর্তাদের চোখ কপালে উঠেছে একটি তথ্য সামনে আসায়। চলতি বছরের ৫ এপ্রিল এই দল বাহাদুর বিশ্বকর্মা নাকি ডায়ালিসিস করিয়েছেন। খাতায় কলমে তা দেখানো হয়েছে। প্রশ্ন উঠছে, একজন মৃত ব্যক্তির কীকরে ডায়ালিসিস হতে পারে?‌ সেই সদুত্তর মেলেনি।

এই প্রসঙ্গে সাফিকুল রহমান জানান, ‘‌সরকারের তরফে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হলেও সরকারকে টুপি পরিয়ে নানাভাবে টাকা নেওয়া হচ্ছে। এখানে টেকনিশান ভালো নেই। টাইমটেবিলের কোনও ঠিক নেই। চার ঘণ্টা ডায়ালিসিস দেওয়ার কথা। সেখানে পৌনে তিন ঘণ্টা এরা ডায়ালিসিস দিয়ে ছেড়ে দিচ্ছে।’‌ জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস বলেন, ‘‌আগে এই ধরনের কোনও অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তদন্ত কমিটি গঠন করে তদন্ত করব। এখুনি এই বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’‌

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.