তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই পাহাড়ে ফিরেছে বিনয় তামাং এবং রোহিত শর্মা। এবার তাঁরা সক্রিয় হযে উঠেছেন পুরসভা নির্বাচন নিয়ে। তাছাড়া জিটিএ নির্বাচনও রয়েছে। সেখানেও পূর্ণ শক্তি দিয়ে লড়তে হবে। এইসব নিয়ে সোমবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে দেখা করলেন পাহাড়ি নেতা বিনয় তামাং এবং রোহিত শর্মা।
এদিন দীর্ঘক্ষণ গৌতম দেবের সঙ্গে বৈঠক করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিনয়–রোহিত। বিনয় তামাং অভিযোগ করেন, ‘শুধুমাত্র পাহাড়বাসীকে বিভ্রান্ত করে অন্যের ওপর ময়লা ফেলার কাজ করেছে বিজেপি। গত ১৫ বছরে গোর্খা সম্প্রদায়ের জন্য একটাও কাজ করেনি বিজেপি সরকার। আগামী পুরসভা নির্বাচনে গোর্খাল্যান্ড ইস্যু টেনে মানুষকে বিব্রত করার কাজ করবে বিজেপি।’
আজ তিনি জানিয়ে দেন, শিলিগুড়ি পুরসভা নির্বাচনে দলের প্রয়োজনে তিনি প্রচারও করবেন। এদিন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বলেন, ‘রোহিত শর্মা গত ১০ বছর বিধানসভার পুরনো বন্ধু এবং বিনয় তামাং তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার পরে এদিন সৌজন্যমূলক সাক্ষাৎকারে আসেন। বিজেপি–কংগ্রেস ও সিপিআইএম একসঙ্গেই চলছে। সামনে থেকে বিজেপির সঙ্গে আঁতাত বোঝা না গেলেও পিছন দিক থেকে সিপিআইএম–বিজেপি আঁতাত রয়েছে।’
তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিনয় তামাং বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। সব ঠিক থাকলে ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার নির্বাচন। সেখানে বিজেপিকে রুখতেই এই স্ট্র্যাটেজি বৈঠক বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চায়নি। এই বৈঠক নিয়ে বিজেপির জেলা সভাপতি আনন্দময় বর্মন বলেন, ‘অস্তিত্বের সঙ্কটে ভুগছে বিনয়–বিমলরা।’