বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Birati Fire: বিরাটির বাড়িতে আগুন লেগে মৃত ২, অগ্নিদগ্ধ অবস্থায় দমকল উদ্ধার করল দেহ

Birati Fire: বিরাটির বাড়িতে আগুন লেগে মৃত ২, অগ্নিদগ্ধ অবস্থায় দমকল উদ্ধার করল দেহ

ঘরে আগুন লেগে যায়।

মঙ্গলবার ভোরবেলায় আগুন দেখা যায় বিরাটি ১ নম্বর মহাজাতিনগরের একটি বাড়িতে। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পান। আর তখনই তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে সেখানে দ্রুত আসে নিমতা থানা এবং দমকল। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন।

তখন দোতলার ঘরে ঘুমাচ্ছিলেন বৃদ্ধ স্বামী, স্ত্রী এবং তাঁদের ছেলে। আজ, মঙ্গলবার সকালে সেখানে হঠাৎ নীচের ঘরে আগুন লেগে যায়। আর তার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পরিবারের দুই সদস্যের। একজনের জখমও মারাত্মক। বিরাটির মহাজাতিনগরের এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সূত্রের খবর।

ঠিক কী ঘটেছে বিরাটিতে?‌ স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরবেলায় আগুন দেখা যায় বিরাটি ১ নম্বর মহাজাতিনগরের একটি বাড়িতে। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পান। আর তখনই তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে সেখানে দ্রুত আসে নিমতা থানা এবং দমকল। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই বাড়িতে আগুন লাগে।

আর কী জানা যাচ্ছে?‌ এই বাড়িটি বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়ের (‌৯২)‌। তিনি তাঁর স্ত্রী এবং ছেলে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বাড়িতে থাকেন। বিদ্যুৎবাবু রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অফিসার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে দমকল। পুলিশও আগুন কেমন করে লেগেছে তা তদন্ত করে দেখছে।

প্রতিবেশী কী বলছেন ঘটনা নিয়ে?‌ বিজয়কুমারের ঠিক পাশের বাড়িতেই থাকেন তপতী চৌধুরী। তিনি বলেন, ‘‌আমার দাদা আওয়াজ পেল চিৎকারের। আমরা ভাবলাম চুরি করতে এসেছে কেউ। এরপরই জানলা ফাঁক করে দেখি দাউ দাউ করে বাড়ির নীচে আগুন জ্বলছে। তখনই আমরা দরজা জানলা খুলে ডাকাডাকি শুরু করি। আশেপাশের লোকজন ছুটে আসেন। আমরাই জল দিই। পাম্প থেকে পাইপ নিয়েও জল দিই। পাশের বাড়ি দমকল, থানায় খবর দেয়। কিন্তু এখন খারাপ খবর শুনতে পেলাম।’‌

বাংলার মুখ খবর

Latest News

কোহলি নয়, স্লেজিং ‘কিং’ ঋষভ পন্ত; এক বাক্যে স্বীকার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঝ আকাশে আমেরিকা ও রাশিয়ার ফাইটার জেটের বিপজ্জনক অ্যাকশন, দেখুন ভিডিয়ো মনের সুখে ফেরারি রং করল বাচ্চারা, দুবাইয়ের বার্থডে পার্টির আজব কাণ্ডকারখানা! বলাগড়ের এই পুজো স্মরণ করবে অভয়াকে, অভিনব উদ্যোগ ৩০০ বছর প্রাচীন পুজোয় ভারত হবে আরও স্ব-নির্ভর, ১০,০০০ কোটি টাকার তৈলবীজ মিশন আনছে কেন্দ্র ভুয়ো মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ছুটি নিতেই দিতে হল ৩ লাখ টাকার জরিমানা! ভারতে iPhone 16 Pro তৈরি করছে Apple, খুলবে নতুন স্টোর! বিক্রি শুরু হবে এই মাসে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বিক্রম?রূপম ইসলামের সঙ্গে ফাঁস করলেন পুরোটা প্রথমবার পুরো সিরিজ ওপেনার হয়ে খেলবেন সঞ্জু, এটাই কি শেষ সুযোগ জায়গা পাকা করার? NCC ক্যাডেট ছিলেন জয়া! কেবিসির মঞ্চে অজানা কথা ফাঁস অমিতাভের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.