বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বীরভূমে বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, বেপাত্তা নেতা

বীরভূমে বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, বেপাত্তা নেতা

বিস্ফোরণে বিধ্বস্ত তৃণমূল নেতার বাড়ি।

শুক্রবারই বীরভূনের সাঁইথিয়া থেকে শতাধিক দেশি বোমা উদ্ধার করে পুলিশ। কিন্তু বীরভূমের বোমার আড়ৎ যে এত সহজে খালি হওয়ার নয় তা বোঝা গেল পাড়ুইয়ের বিস্ফোরণে। অভিযুক্ত তৃণমূল নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ফের রাজ্যে বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি। শুক্রবার রাতে প্রবল বিস্ফোরণে উড়ে যায় বীরভূমের পাড়ুইয়ের তৃণমূল নেতা শেখ হাফিজুলের বাড়ির একাংশ। ঘটনার পর থেকে নিখোঁজ তৃণমূল নেতা।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে পাড়ুইয়ের ভেড়ামারি গ্রামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। বিস্ফোরণের জেরে একটি শৌচাগার ও লাগোয়া একটি ঘর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। অভিযুক্ত হাফিজুল তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মজুত বোমায় বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বোমা বাইকে থেকে ছোড়া হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রামে আর কোথাও বোমা আছে কিনা জানতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

শুক্রবারই বীরভূনের সাঁইথিয়া থেকে শতাধিক দেশি বোমা উদ্ধার করে পুলিশ। কিন্তু বীরভূমের বোমার আড়ৎ যে এত সহজে খালি হওয়ার নয় তা বোঝা গেল পাড়ুইয়ের বিস্ফোরণে। অভিযুক্ত তৃণমূল নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সম্প্রতি বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলি পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গী নিউটনের। সেই ঘটনার পর ফের বীরভূমে বিস্ফোরণে নাম জড়াল তৃণমূল নেতার।

 

বন্ধ করুন