আজ, বুধবার কয়লা খাদানের পাশের জলাশয় থেকে উদ্ধার হয়েছে এক যুবকের বস্তাবন্দি দেহ। শুধু তাই নয়, ওই যুবকের দেহ টুকরো করা ছিল বস্তার ভিতরে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোলে। তবে এই দেহটি উদ্ধার করতে এসে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। উত্তেজিত স্থানীয় বালিন্দাদের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই নারকীয় হত্যাকাণ্ড করা হয়েছে। রক্তের বদলে পাল্টা রক্তই চাই রক্ত। এই বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
পুলিশ সূত্রে খবর, এই যুবক বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোল ব্লকের সাহাপুরের বাসিন্দা। নিহত যুবকের নাম ইনসান শেখ (৩৮)। তবে কে বা কারা খুন করল সেটা এখনও স্পষ্ট নয়। তবে গত তিনদিন ধরে এই যুবক নিখোঁজ ছিলেন। তদন্তে উঠে এসেছে, ওই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তবে মহিলাটি কে সেটা খোঁজা চলছে। ওই মহিলার সঙ্গে রাতে দেখা করতে গিয়েই খুন হতে হয়েছে কিনা ইনসানকে সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে স্পষ্ট হবে প্রকৃত মৃত্যুর কারণ।
আরও পড়ুন: হাওড়া স্টেশনে থমকে গেল পর পর লোকাল ট্রেন, বিভ্রাট চরমে, নাকাল নিত্যযাত্রীরা
স্থানীয় সূত্রে খবর, আজ বুধবার সকালে কাঁকড়তলা থানা খয়রাশোল ব্লকের এক জলাশয়ের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই বস্তা থেকে রক্ত বের হচ্ছিল। সেটা দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন পুলিশে খবর দেয়। থানা থেকে পুলিশ এসে বস্তা খুলতেই উদ্ধার হয় ইনসানের টুকরো হওয়া দেহ। তা দেখে শিউরে ওঠেন সকলেই। ভিড় জমে যায় জলাশয়ের ধারে। সবাই চমকে ওঠেন। আর এই খুনের অপরাধীকে দ্রুত ধরতে হবে বলে দাবি তোলা হয়। এমনকী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দেহ উদ্ধারে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সাফ কথা, রক্তের বদলা রক্ত দিয়েই চাই। কিন্তু সেটা যে আইনের পথ নয় এটা বোঝাতে কালঘাম ছুটে যায় পুলিশের। ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। স্থানীয় বাসিন্দারা আরও জানান, মৃত যুবকের সঙ্গে পাশের রসাগ্রামের বাসিন্দা এক মহিলার বিবাহবহির্ভূত ছিল। সেটা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি হয় প্রচুর। সেই অশান্তির জেরেই ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ইনসান। তাই তাঁকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।