বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সোনাঝুরিতে বন দফতরের জমি দখলের অভিযোগ, সরকারি জমিতে কেমন করে রিসর্ট নির্মাণ?‌

সোনাঝুরিতে বন দফতরের জমি দখলের অভিযোগ, সরকারি জমিতে কেমন করে রিসর্ট নির্মাণ?‌

জমি মাপা শুরু

পরিবেশকর্মীরা এই অভিযোগ বন দফতর এবং ভূমি দফতরে জানিয়েছেন বলে খবর। এই অভিযোগের উপর ভিত্তি করে বন দফতর সমীক্ষার কাজ করতে শুরু করে গত এপ্রিল মাসে। তাতেই ধরা পড়ে যায় বন দফতরের জায়গা দখল করে বেশ কয়েকটি রিসর্ট এবং বাড়ি তৈরি হয়েছে। বন দফতর তখন তাদের নোটিশ দিয়ে বোলপুর রেঞ্জ অফিসে জমির নথি জমা দিতে বলে।

এবার বন দফতরের জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠল। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সোনাঝুরির হাটে বন দফতরের জায়গা দখল হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ পেয়েই এবার তা খতিয়ে দেখতে শুরু করল বন ও ভূমি সংস্কার দফতর। এমনটাও যে হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। এই পরিস্থিতিতে সোনাঝুরি এলাকায় জমি মাপা শুরু হয়। সরকারি জমি চিহ্নিত করার কাজ করতে দেখা গিয়েছে দুই দফতরের অফিসারদের। এখানে হাট কমিটি আছে। তারাও এই কাজকে সমর্থন করছে। সরকারি জমি দখল করে নেওয়ার পক্ষে কেউ নন। তাই দখলমুক্ত করতে এই জমি মাপার কাজ খুব সহজেই হয়ে যায়।

শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় রয়েছে খোয়াইয়ের হাট। এখানে পর্যটকরা সময় কাটাতে আসে। নিরিবিলি এই এলাকায় পর্যটকরা একান্তে সময় কাটান। পরিবার নিয়েও অনেকে এখানে আসেন ঘুরতে। এখানে হাট বসে। যেখান থেকে পর্যটকরা নানা সামগ্রী কেনেন। আর তাই জঙ্গলের মধ্যেই গড়ে উঠেছে ছোট–বড় রিসর্ট এবং হোম স্টে। আর এখানেই অভিযোগ উঠেছে, সরকারি জায়গা দখল করে এই রিসর্টগুলি গজিয়েছে। যা নিয়ে চিন্তিত বন দফতর এবং ভূমি দফতর। এইসব কারণেই হাটের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন:‌ এবার লোকাল ট্রেনে অত্যাধুনিক প্রযুক্তি আনা হয়েছে, মহিলা কামরায় বিশেষ নিরাপত্তা

একাধিক পরিবেশকর্মীরা এই অভিযোগ বন দফতর এবং ভূমি দফতরে জানিয়েছেন বলে খবর। এই অভিযোগের উপর ভিত্তি করে বন দফতর সমীক্ষার কাজ করতে শুরু করে গত এপ্রিল মাসে। তাতেই ধরা পড়ে যায় বন দফতরের জায়গা দখল করে বেশ কয়েকটি রিসর্ট এবং বাড়ি তৈরি হয়েছে। বন দফতর তখন তাদের নোটিশ দিয়ে বোলপুর রেঞ্জ অফিসে জমির নথি জমা দিতে বলে। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি। তাই বৃহস্পতিবার বন এবং ভূমি সংস্কার দফতরের কর্তারা সোনাঝুরি এলাকায় জমি মাপতে শুরু করেন। তার জেরে সরকারি জমি চিহ্নিত হয়েছে। এখানে দখল থাকলে তা মুক্ত করা হবে বলে সূত্রের খবর।

সরকারি জমি দখল করে নির্মাণ করা অপরাধ। তাই এখন ধরপাকড় শুরু হয়েছে। এই বিষয়ে জেলার অতিরিক্ত বনাধিকারী সোমনাথ চৌধুরী বলেন, ‘‌সোনাঝুরি হাটের মধ্যে থাকা সরকারি জায়গা দখল করে নির্মাণের অভিযোগ আসছিল। তাই জমি মাপার কাজ আমরা শুরু করেছি।’‌ আর ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক অফিসারের বক্তব্য, ‘‌অভিযোগ আমাদের কাছেও এসেছে। তাই এই যৌথ অভিযান করা হয়। তবে মাপের কাজ শেষ করে বলা যাবে কতখানি সরকারি জমি দখল হয়েছে।’‌ তবে সোনাঝুরি হাট কমিটির সদস্য তন্ময় মিত্রের কথায়, ‘এটা খুবই ভাল কাজ। আমরা চাই হাটে বসা শিল্পী ও ব্যবসায়ীদের যাতে কোনও ক্ষতি না হয়।’‌

বাংলার মুখ খবর

Latest News

বাংলাদেশে গণেশ পুজোয় ভাঙচুর, তারই মাঝে সিদ্ধিদাতার আরাধনায় লিটন দাস Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস… 'কথা দিয়েও রাখলেন না' রাজ্যপাল, ক্ষুব্ধ হলেন আন্দোলনকারী চিকিৎসক-নার্সরা 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.