বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বানভাসী পরিস্থিতি দেখতে গিয়ে জলে পড়ে গেলেন সাংসদ–বিধায়করা, বীরভূমে দুর্ঘটনা

বানভাসী পরিস্থিতি দেখতে গিয়ে জলে পড়ে গেলেন সাংসদ–বিধায়করা, বীরভূমে দুর্ঘটনা

জলের তোড়ে কুয়ে নদীতে স্পিডবোট উল্টে যায়।

এমন পরিস্থিতি হবে কেউ ভাবতেও পারেননি। জলে পড়ে সকলে নাকানিচোবানি খান। টেনশনে পড়ে গিয়েছিলেন বাকি অফিসাররা। নদীর জলের প্রবল তোড়ে যেন কেউ তলিয়ে না যান। তারপর শুরু হয় স্নায়ুর লড়াই। উদ্ধারকাজে নেমে নদীর ভয়াল রূপ দেখে অনেকে ভয় পেয়ে যান। শেষ পর্যন্ত জানা গিয়েছে, একজন ছাড়া প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বন্যা দুর্গতদের দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলাশাসক, পুলিশ সুপার। একদিকে নাগাড়ে বৃষ্টি অপরদিকে ডিভিসির জল ছাড়ার জেরে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গ্রামবাংলার মানুষজন বিপদের মধ্যে রয়েছেন। এই আবহে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বীরভূম জেলা প্রশাসনের কর্তারা। আজ, বুধবার স্পিডবোট উল্টে নদীতে পড়ে যান জেলাশাসক–সহ প্রশাসনিক অফিসাররা। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায়। তখন তাঁদের দ্রুত ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের খোঁজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা খুঁজছেন।

স্থানীয় সূত্রে খবর, আজ বুধবার বীরভূমের লাভপুরে বানভাসী পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন ১৩ জন প্রশাসনিক অফিসাররা। বীরভূমের লাভপুরের ১৫টি গ্রাম এখন জলের তলায়। প্লাবিত হয়ে গিয়েছে বাড়িঘর থেকে শুরু করে গবাদি পশু এবং চাষের জমি। বিপুল পরিমাণ মানুষজন জলবন্দি হয়ে পড়েছেন। সাতটি গ্রামের মধ্যে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কুয়ে নদীর জল ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্পিডবোটে রওনা হন জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, সাংসদ সামিরুল ইসলাম এবং অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা–সহ কয়েকজন। তখনই ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুন:‌ টালা থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ, পাশে থাকার বার্তা স্রেফ আশ্বাস

পুলিশ সূত্রে খবর, বন্যার মতো পরিস্থিতি গড়ে ওঠায় গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই এখানকার মানুষের খোঁজখবর নিতে যাওয়া হয়। এমন সময় ঘটে বিপত্তি। হঠাৎ জলের তোড়ে কুয়ে নদীতে স্পিডবোট উল্টে যায়। তার জেরে জলে পড়ে যান পুলিশ সুপার–সহ বাকিরা। তোলপাড় কাণ্ড বেঁধে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আর দ্রুত প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন তাঁরা। এই খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারাও ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে।

এমন পরিস্থিতি হবে কেউ ভাবতেও পারেননি। জলে পড়ে সকলে নাকানিচোবানি খান। টেনশনে পড়ে গিয়েছিলেন বাকি অফিসাররা। কারণ নদীর জলের প্রবল তোড়ে যেন কেউ তলিয়ে না যান। তারপর শুরু হয় স্নায়ুর লড়াই। উদ্ধারকাজে নেমে নদীর ভয়াল রূপ দেখে অনেকে ভয় পেয়ে যান। যদিও শেষ পর্যন্ত জানা গিয়েছে, একজন ছাড়া প্রত্যেককে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সবাই এখন সুস্থ আছেন। তবে এই ঘটনার আকস্মিকতায় তাঁরা এখনই কেউ কিছু বলতে পারছেন না। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফেরত এসেছেন তাঁরা। বন্যা পরিস্থিতির মধ্যে এই ঘটনায় যথেষ্ট উদ্বেগ তৈরি করেছিল।

বাংলার মুখ খবর

Latest News

‘‌স্বামী–প্রেমিক দু’‌জনের সঙ্গেই থাকতে চাই’‌, গৃহবধূর আবদারে চাপে ভূপতিনগর পুলিশ Kitchen Cleaning Tips: রান্নাঘরের চিমনি কীভাবে পরিষ্কার করবেন? ‘আমেরিকার বাজারে ঢুকেই চূড়ান্ত সফল আমূল, এবার লক্ষ্য ইউরোপ’ কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট ‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.