বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বীরভূমের লাভপুরে পির সাহেবের মেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা

বীরভূমের লাভপুরে পির সাহেবের মেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা

এখানেই পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা

লাভপুর থানা সূত্রে জানা গিয়েছে, দরবারপুরে পির বাবার মেলা চলছিল। সেখানেই একটি মসজিদের সামনে কর্তব্যরত ছিলেন পুলিশকর্মীরা। রাতে পুলিশকর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে কেউ বা কারা।

বীরভূমে ফের আক্রান্ত পুলিশকর্মী। এবার লাভপুরের দরবারপুরের কাজিপাড়ায় পুলিশকর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। গুরুতর আহত ওই পুলিশকর্মীকে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০.৩০ মিনিট নাগাদ পার্থসারথি সাহা নামে এক পুলিশকর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে। আরও কয়েকজন পুলিশকর্মীর কম বেশি আঘাত ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। লাভপুর থানা সূত্রে জানা গিয়েছে, দরবারপুরে পির বাবার মেলা চলছিল। সেখানেই একটি মসজিদের সামনে কর্তব্যরত ছিলেন পুলিশকর্মীরা। রাতে পুলিশকর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে কেউ বা কারা। তাতেই আহত হন ১ জন। বোমার আঘাতে জখম ওই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরাই।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আহতদের কারও আঘাতই গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বীরভূমে ফের পুলিশের ওপর হামলার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।

বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পড়ে রয়েছে বোমার সুতলি। এলাকা শুনশান। বন্ধ রয়েছে মেলা। ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে রাজি হননি কেউ। এলাকা জুড়ে রয়েছে চাপা আতঙ্ক।

 

বন্ধ করুন