বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পাকা বাড়ি থাকায় ফিরিয়েছেন আবাস যোজনার ঘর, স্মারক দিয়ে সম্মান জানাল জেলা প্রশাসন

পাকা বাড়ি থাকায় ফিরিয়েছেন আবাস যোজনার ঘর, স্মারক দিয়ে সম্মান জানাল জেলা প্রশাসন

আবাস যোজনার ঘর ফিরিয়ে সম্মানিত প্রিয়া চট্টোপাধ্যায়, রুহুল আমিন। 

স্বীকৃতি পেয়ে ময়ূরেশ্বরের উলকুন্ডা পঞ্চায়েতের বাসিন্দা প্রিয়াদেবী বলেন, ‘মাথার ওপর ছাদ না থাকার যন্ত্রণা আমি জানি। তাই চেয়েছি একজন প্রকৃত প্রাপক ঘটনা পান।’

অভাবে নষ্ট হয়নি স্বভাব। তাই দারিদ্রে দিন কাটলেও পাকা বাড়ি থাকায় ফিরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তেমনই ২ জন দায়িত্বশীল নাগরিককে স্বীকৃতি দিল বীরভূম জেলা প্রশাসন। তাঁদের হাতে স্মারক তুলে দিলেন জেলাশাসক।

রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগের অন্ত নেই। সাধারণ মানুষের ক্ষোভের জেরে পথঘাট বাইতে পারছেন না তৃণমূলের নেতা - মন্ত্রী - বিধায়করা। সব জায়গায় একই অভিযোগ, পাকা বাড়ির মালিকরা বাড়ি পেলেও বাড়ি পাননি কাঁচা ঘরের বাসিন্দারা। এই নিয়ে বিক্ষোভের মুখে পড়েননি এমন তৃণমূল নেতা খুঁজে পাওয়া মুশকিল। তারই মধ্যে বিরল নজির হয়ে উঠে এসেছেন ২ জন। তালিকায় নাম থাকলেও পাকা বাড়ির মালিক হওয়ায় প্রশাসনের কাছে সেই নাম প্রত্যাহারের আবেদন জানান তাঁরা। এমন বিরল নজির স্থাপনের জন্য বৃহস্পতিবার ময়ূরেশ্বরেরে প্রিয়া চট্টোপাধ্যায় ও মুরারইয়ের রুহুল আমিনকে স্মারক তুলে দেন বীরভূমের জেলাশাসক।

স্বীকৃতি পেয়ে ময়ূরেশ্বরের উলকুন্ডা পঞ্চায়েতের বাসিন্দা প্রিয়াদেবী বলেন, ‘মাথার ওপর ছাদ না থাকার যন্ত্রণা আমি জানি। তাই চেয়েছি একজন প্রকৃত প্রাপক ঘটনা পান।’ রুহুল আমিন বলেন, ‘জেলা প্রশাসন অনুসন্ধান করে পাকা বাড়ির মালিকদের নাম বাদ দিয়েছে। তার পরও অনেকের নাম তালিকায় রয়ে গিয়েছে। তাদের প্রশাসনের কাছে তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন করা উচিত। সরকারি টাকার অপচয় ঠিক নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।’

সম্মান স্মারক নিয়ে বৃহস্পতিবার বিকেলে শিবতলা পাড়ায় নিজের বাড়িতে ফিরতেই প্রিয়াদেবীকে ঘিরে ধরেন গ্রামবাসীরা।

 

বাংলার মুখ খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.