দিল্লি, মহারাষ্ট্র–সহ দেশে ৯ রাজ্যে ছড়িয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যে বার্ড ফ্লু নিয়ে কলকাতা–সহ সব জেলাকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এ নিয়ে অ্যাডভাইসারিও জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার বাংলাতেও ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক। আতঙ্কের কেন্দ্রবিন্দু পশ্চিম বর্ধমানের জেলার দুর্গাপুর। সোমবার দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের আশিস মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
তবে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছেন দুর্গাপুরের মহকুমাশাসক। ইতিমধ্যে ওই মৃত হাঁস, মুরগির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, প্রাণী সম্পদ বিভাগের আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশকে খবর দেওয়ার পরও দীর্ঘক্ষণ আশিস মার্কেট এলাকায় পড়ে ছিল মৃত হাঁস, মুরগি।
দেশের ৯ রাজ্যে হাজারে হাজারে মারা যাচ্ছে মুরগি, ময়ূর, কাক–সহ অন্যান্য পাখি। রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান, গুজরাট, দিল্লি, কর্নাটক, মধ্যপ্রদেশ প্রমুখ। ৪ লক্ষ পাখির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা সরকার। বার্ড ফ্লু আতঙ্কে কাঁপছে বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডও। হিমাচলপ্রদেশেও পাখিদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিকে, কয়েকদিন আগেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন হাইস্কুল পাড়া, রবীন্দ্র কলোনি, অশ্বিনীনগরের বেশ কিছু এলাকায় মৃত বুনো পায়রা উদ্ধার হয়। সেই দেহর ময়নাতদন্তও করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।