বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Missing BJP Leader: বিজেপির বুথ সভাপতি নিখোঁজ, মেয়ের শ্বশুরবাড়ি লাটাগুড়ি যাওয়ার সময় কী ঘটল?‌

Missing BJP Leader: বিজেপির বুথ সভাপতি নিখোঁজ, মেয়ের শ্বশুরবাড়ি লাটাগুড়ি যাওয়ার সময় কী ঘটল?‌

বিজেপির পতাকা। (HT_PRINT)

বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ময়নাগুড়ির কুমারপাড়ার বিজেপির বুথ সভাপতি জগদীশ রায়। লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কারণ সেখানে তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। সেখানেই যাচ্ছিলেন তিনি। কিন্তু সেখানে না পৌঁছনোয় সর্বত্র খোঁজখবর করা হয়। কোনও সন্ধান মেলেনি।

সদ্য আসানসোলে বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক নিখোঁজ বলে পোস্টার পড়েছে। কিন্তু ময়নাগুড়িতে ঘটেছে এক অদ্ভূত ঘটনা। ময়নাগুড়ির কুমারপাড়ার বিজেপির বুথ সভাপতি নিখোঁজ হয়ে গিয়েছেন সত্যি সত্যিই। মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন ময়নাগুড়ির কুমারপাড়ার বিজেপির বুথ সভাপতি জগদীশ রায়। আর এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছে ময়নাগুড়িতে?‌ পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ময়নাগুড়ির কুমারপাড়ার বিজেপির বুথ সভাপতি জগদীশ রায়। লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কারণ সেখানে তাঁর মেয়ের শ্বশুরবাড়ি। সেখানেই যাচ্ছিলেন তিনি। কিন্তু সেখানে না পৌঁছনোয় সর্বত্র খোঁজখবর করা হয়। কোনও সন্ধান মেলেনি। এখনও পর্যন্ত কোনও খবর না মেলায় আজ, শনিবার ময়নাগুড়ি থানায় জগদীশবাবুর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর ভাই মঙ্গলু রায়।

ঠিক কী বক্তব্য বিজেপির?‌ কোনও খবর না পাওয়ায় শেষে আজ ময়নাগুড়ি থানায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এই ঘটনায় এলাকার বিজেপি নেতা নিতাই রায় বলেন, ‘‌জগদীশবাবু আমাদের দলীয় নেতা। আমাদের ধারণা, তাঁর নিখোঁজ হওয়ার ব্যাপারে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। আমদের দাবি, প্রশাসন এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করুক।’‌

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ এই বিজেপি নেতার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে ময়নাগুড়ির ১ নম্বর গ্রামীণ ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মনোজ রায় বলেন, ‘‌কোনও কিছু হলেই তৃণমূল কংগ্রেসকে দোষ দেয় বিজেপি। ওরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অপপ্রচার করতেই ব্যস্ত। ময়নাগুড়ি থানায় নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।’‌

বন্ধ করুন