লোকসভা নির্বাচনের চলাকালীন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। পঞ্চায়েত সমিতির দলবদলু সভাপতি আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরায় শাসকদলের হাতছাড়া হল খেজুরি ২ নম্বর সমিতি। এর আগে সমিতির বোর্ড গঠনের মুহূর্তে তৃণমূলে যোগ দিয়ে সভাপতি পদে বসেছিলেন বিজেপির টিকিটে জয়ী উদয়শংকর মাইতি। তার পর থেকে একাধিকবার উদয়শংকরের ওপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সেই উদয়শংকরই লোকসভা নির্বাচনের মুখে শুক্রবার দল বদলে নিজের পুরানো শিবিরে ফিরে গেলেন বলে খবর। এর জেরে খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাতছাড়া হল বলে রাজনৈতিক মহলের দাবি।
আরও পড়ুন: 'যত সময় যাবে, তত বিকৃত হতে পারে প্রমাণ', রামনবমী হিংসা নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
পড়তে থাকুন: 'ভারতে সংখ্যালঘুরা বিপন্ন…',মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ডেটা তুলে ধরে আবেদন মোদীর
এই ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় খেজুরিতে। বিজেপির দাবি, শুক্রবার রাতেই খেজুরির হলুদ বাড়িতে বিজেপির পঞ্চায়েত প্রধানের বাড়িতে ব্যাপক বোমাবাজি, হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল। পঞ্চায়েত সমিতির সভাপতির দল বদলের জেরে ক্ষমতা হারিয়েই এবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে এই হামলার ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করা হয়েছে।
আরও পড়ুন: বাংলায় ক্লিন সুইপ 'দেখছেন' মোদী, শাহের গলায় আবার 'নির্দিষ্ট আসন সংখ্যা'
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় খেজুরির হলুদবাড়িতে বিজেপির একটি সভায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন উদয়শংকর। মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী-সহ শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি দিয়ে ঘর ওয়াপসি করেন উদয়। এর ফলে খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কোনঠাসা হয়ে গেল বলে খবর। এবার এই পঞ্চায়েত সমিতিটি পুরো দস্তুর বিজেপির হাতে চলে গেল বলেই দাবি করেছে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের মুখে দাড়িয়ে এই ঘটনা বিজেপি শিবিরকে অতিরিক্ত অক্সিজেন জোগাবে বলেই দাবি করেছেন বিজেপি নেতারা।