বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Uttarpara Municipality: যুবক খুনে পুরসভার ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবি, পথ অবরোধ বিজেপির

Uttarpara Municipality: যুবক খুনে পুরসভার ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবি, পথ অবরোধ বিজেপির

পথ অবরোধ বিজেপির। নিজস্ব ছবি

দশমীর রাতে কয়জন দুষ্কৃতী রোহিত ঝাঁয়ের উপর চড়াও হয়। তারা তাকে ব্যাপক মারধর করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। সেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজেপির অভিযোগ, এই ঘটনায় আরও অনেক অভিযুক্ত রয়েছে। তাদের সবাইকে গ্রেফতার করা হয়নি।

দশমীর রাতে খুন হয়েছিলেন হুগলির উত্তরপাড়া পুরসভার বাসিন্দা রোহিত ঝাঁ। সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা খোকন মণ্ডলের পদত্যাগের দাবিতে সরব হল বিজেপি। এই দাবিতে আজ শুক্রবার দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে ভাইস চেয়ারম্যান পদত্যাগ করার পাশাপাশি দোষীদের শাস্তি দিতে হবে।

কে ভালো? মদ খেয়ে বচসার মধ্যেই রোহিত ভক্তকে ‘খুন করলেন’ কোহলির ফ্যান: রিপোর্ট

দশমীর রাতে কয়জন দুষ্কৃতী রোহিত ঝাঁয়ের উপর চড়াও হয়। তারা তাকে ব্যাপক মারধর করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। সেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজেপির অভিযোগ, এই ঘটনায় আরও অনেক অভিযুক্ত রয়েছে। তাদের সবাইকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র ধামাচাপা দেওয়ার জন্যই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আরও দাবি, খোকন মণ্ডলের নেতৃত্বেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে দুষ্কৃতীরা। রোহিত ঝাঁকে খুনের ঘটনায় খোকন মণ্ডলের মদত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে বিজেপি।

এই অভিযোগ তুলে এদিন ডানকুনি থেকে উত্তরপাড়া স্টেশনে যাওয়ার প্রধান রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে বিজেপি। এর ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বিজেপির মাখলার মণ্ডল সভাপতি তাপস দে’র অভিযোগ, ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডলের মদতেই সমাজ বিরোধী কিছু দুষ্কৃতী দশমীর রাতে রোহিত ঝাঁকে ব্যাপক মারধর করেছিল। যার ফলে মৃত্যু হয়েছে রোহিতের। সব অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত এবং ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল পদত্যাগ না করলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে তার হুঁশিয়ারি।

বন্ধ করুন