প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বরালার তৃণমূলে যোগদান নিয়ে ভিন্নমত শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। শুভেন্দু যখন বারলার দলত্যাগে বিজেপির কোনও ক্ষতি হবে না বলে দাবি করছেন, তখন তাঁকে দলে রাখতে মরিয়া সুকান্ত মজুমদার। যাতে প্রশ্ন উঠছে, বারলা নিয়ে বিজেপির অবস্থান আসলে কী?
বুধবার আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করার কথা জন বারলার। ইতিমধ্যে দিল্লি থেকে আলিপুরদুয়ারে ফিরেছেন তিনি। বারলার দলত্যাগ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’জন বারলা তো দলের সদস্যই নন। গত ৩ মাস ধরে যে সদস্য সংগ্রহ অভিযান চলেছে তাতে তিনি সদস্যপদ পুনর্নবীকরণ করেননি। তিনি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গাকে নিগ্রহ করেছেন। মাদারিহাট উপ নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীকে হারিয়েছেন বলে ঘোষণা করেছেন। তাহলে তিনি বিজেপির লোক হলেন কী করে। উনি দলবদল করে নিন, তার পর আমরা দেখাব উনি মানুষের জন্য মন্ত্রী থাকাকালীন কী কী করেছেন।’
যদিও বারলাকে নিয়ে সুকান্ত মজুমদারের সুর ভিন্ন। তিনি বলেন, উনি আমাদের প্রতিমন্ত্রী ছিলেন। গত লোকসভা নির্বাচনে টিকিট পাননি বলে একটু ক্ষুব্ধ হয়েছিলেন। উনি যেটা ভালো মনে হচ্ছে করছেন। তবে আশা করি উনি বিজেপির সঙ্গেই থাকবেন।’
তবে বিজেপি আদিবাসীদের নিয়ে উদাসীন বলে যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছেন সুকান্তবাবু। তিনি বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক দল যারা জেনারেল সিট থেকে একজন আদিবাসী নেতাকে লোকসভায় টিকিট দিয়ে জিতিয়ে এনেছে। অসংরক্ষিত মালদা উত্তর আসন থেকে সাংসদ হয়েছেন মনোজ টিগ্গা। পশ্চিমবঙ্গের কোনও রাজনৈতিক দল এর আগে এই নজির তৈরি করতে পারেনি কেন? বিজেপি একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছে। তার পরেও কি বিজেপিকে আদিবাসী বিরোধী বলা যায়?’