বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কাঁথি পুরসভার চেয়ারম্যান মুখ কে? অধিকারী পরিবারের সদস্যে ভরসা বিজেপির

কাঁথি পুরসভার চেয়ারম্যান মুখ কে? অধিকারী পরিবারের সদস্যে ভরসা বিজেপির

শিশির অধিকারী। ফাইল ছবি

আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শিশিরবাবুকে টিকিট দেবে না।

একুশের নির্বাচনের ফলাফলের পর শিশির অধিকারীর মুখে শোনা গিয়েছিল, রাস্তা থেকে উঠেছি আবার রাস্তায় নেমে লড়াই করব। ভয়ের তো কিছু নেই। তারপর কেটে গিয়েছে বহুদিন। এই পরিস্থিতিতে এখন দুয়ারে পুরসভা নির্বাচন। আর কাঁথি পুরসভা দখল করতে মরিয়া বিজেপি। যদিও সেখানে ভাঙন ধরতে শুরু করেছে। এই টালমাটাল অবস্থায় শিশির অধিকারীকে চেয়ারম্যান পদের ‘মুখ’ করতে চলেছে বিজেপি বলে সূত্রের খবর। আর যদি শিশির অধিকারী প্রার্থী না হন তাহলে সৌমেন্দু অধিকারীর কথা ভাবা হবে।

কিন্তু কেন এমন ভাবনা?‌ বিজেপি সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শিশিরবাবুকে টিকিট দেবে না। যদিও তিনি এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ। সেটা খারিজ করতে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। শিশিরের সাংসদ পদ খারিজের জন্য স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছে। তাই খারিজ হওযার আগে যদি পুরসভা নির্বাচনে জিতিয়ে নেওয়া যায় তাহলে মান রক্ষা হবে। তাছাড়া শিশিরবাবু এই এলাকা হাতের তালুর মতো চেনেন।

যদিও বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আবার অধিকারীদের হাতে পুরসভা তুলে দিতে শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে এবার রাজনীতিতে নিয়ে আসা হতে পারে। এখানে আদি বিজেপি নেতারা কার্যত কোণঠাসা অধিকারী পরিবারের দাপটে। এখন কাঁথিতে জোর চর্চা শুরু হয়েছে শিশিরবাবুকে নিয়ে। তাঁদের ‘হোম ওয়ার্ড’ ১৪ নম্বর ওয়ার্ডে।

উল্লেখ্য, কিছুদিন আগে কুণাল ঘোষ কাঁথিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন এই পুরসভা নির্বাচনে গোহারা হারবে অধিকারীরা। এবার কাঁথি–সহ রাজ্যের ১০৮টি পুরসভার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের পুরসভাগুলিতে ভোট। তাই এখন দেখার অধিকারী গড় ধরে রাখা যায় নাকি তৃণমূল কংগ্রেস দখল নেয়।

বন্ধ করুন